Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকIran: ইরানে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে, বিধিনিষেধ জারি ইনস্টাগ্রাম, মোবাইল ফোন, হোয়াটস...

Iran: ইরানে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে, বিধিনিষেধ জারি ইনস্টাগ্রাম, মোবাইল ফোন, হোয়াটস অ্যাপেও

Follow Us :

সরকারি পোশাকবিধি না মানার দায়ে ২২ বছরের তরুণী মাসহা আমিনির মৃত্যুর পরে প্রতিবাদ আন্দোলনে উত্তাল ইরান৷ বৃহস্পতিবার প্রতিবাদ আন্দোলন পঞ্চম দিনে পা রাখল। এদিন ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, গত দুদিনে আরও চারজন প্রতিবাদীর মৃত্যু হয়েছে। নিরাপত্তা রক্ষীদের হাতে মৃতের সংখ্যা বেড়ে ৮জনে এসে ঠেকেছে। মৃতদের ভিতর একজন পুলিশকর্মীও রয়েছেন। অন্যদিকে, একটি কুরদিশ মানবাধিকার সংস্থা দাবি করছে, এপর্যন্ত বিক্ষোভের জেরে মৃতের সংখ্যা অন্ততপক্ষে ১০জন৷ 

কঠোর ইসলামিক রাষ্ট্র ইরান মেয়েদের পোশাক-আশাক পরার ক্ষেত্রে সম্প্রতি বিধিনিষেধ জারি করেছে। মেয়েদের হিজাব পরা বাধ্যতামূলক করার পাশাপাশি প্রকাশ্যস্থানে মেয়েদের ঢিলেঢালা পোশাক পরার নির্দেশ দেওয়া হয়েছে৷ পোশাকবিধি অমান্য করার দায়ে গ্রেফতার হওয়ার পরে মাসহার মৃত্যু হয়েছে পুলিশি হেফাজতে৷ এরপর থেকে লাগাতার চলেছে সরকার বিরোধী বিক্ষোভ৷ তাতে শামিল হয়েছেন দলে দলে মহিলা৷

সূত্র্রের খবর, পুলিশি হেফাজতে মাসহার মৃত্যুর ঘটনার পরেপরেই বিক্ষোভ শুরু হয় ইরানের উত্তর-পশ্চিমে অবস্থিত এলাকাগুলিতে৷ বর্তমানে বিক্ষোভ ইরানজুড়ে ছড়িয়েছে৷ অন্ততপক্ষে ৫০টি শহরে চলছে তুমুল বিক্ষোভ৷ প্রসঙ্গত, ২০১৯ সালে গ্যাসোলিনের দাম মাত্রাতিরিক্ত বৃদ্ধির ফলে ইরানের নাগরিকরা তুমুল বিক্ষোভে সামিল হয়েছিলেন৷ ২০১৯ সালের ওই ঘটনার পরে ফের নতুন করে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ইরানের মানুষ৷ জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভরত ১ হাজার ৫০০জন মানুষের মৃত্যু হয় ২০১৯ সালে৷

এদিকে ইরান সরকার নিরাপত্তারক্ষীদের হাতে প্রতিবাদকারীদের মৃত্যুর খবর অস্বীকার করেছে৷ বৃহস্পতিবারও ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি অশান্ত৷পরিস্থিতি আয়ত্তে আনতে ইরান সরকার ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ জারি করেছে৷ সূত্র্রের খবর, ইনস্ট্রাগ্রাম ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করার পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারেও বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ জারি হয়েছে৷ হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা জানিয়েছেন, শুধুমাত্র মেসেজ করা যাচ্ছে৷ হোয়াটস অ্যাপে কোনও ছবি পাঠানো যাচ্ছে না৷

RELATED ARTICLES

Most Popular