skip to content
Tuesday, July 2, 2024

skip to content
HomeCurrent NewsRussia-Ukraine War: রুশ সেনার ঘেরাটোপে জনবহুল খারকিভ, রকেট হামলায় নিহত ২১

Russia-Ukraine War: রুশ সেনার ঘেরাটোপে জনবহুল খারকিভ, রকেট হামলায় নিহত ২১

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: দক্ষিণ ইউক্রেনের শহর খেরসনের দখল আগেই নিয়েছে রাশিয়া। পুতিনের পরবর্তী লক্ষ্য– খারকিভ। ইউক্রেনের দ্বিতীয় জনবহুল এই শহরটি প্রায় ঘিরে ফেলেছে রুশ বাহিনী। পূর্বের এই শহরটির দখল নিতে আকাশপথে ইতিমধ্যে নামানো হয়েছে রাশিয়ান প্যারাট্রুপারদের (Russian paratroopers)। ফলে, খারকিভের দখল সময়ের অপেক্ষা। খারকিভে রুশ বাহিনীর অবস্থানের কথা স্বীকার করে নিয়েছে ইউক্রেন সেনাও।

কোনওরকম আন্তর্জাতিক চাপের তোয়াক্কা করছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সেনার গোলাবর্ষণে স্বভাবতই উৎকণ্ঠার আরও একটা রাত কাটাল ইউক্রেন। শুধু খারকিভ নয়, ইউক্রেনের একাধিক শহর আছড়ে পড়ে রাশিয়ার বোমা।

খারকিভের মেয়র বুধবার দাবি করেন, রুশ বাহিনীর (Russian military) রকেট হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১১২। রাশিয়ার রকেট (Russian rocket attack) আছড়ে পড়ে খারকিভের পুলিস দফতরে। মেয়ের জানিয়েছেন, রুশ গোলায় কারাজিন বিশ্ববিদ্যালয়ের একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন- WB Civic Polls Result: পুরভোটে তৃণমূলের সুনামিতেও তাহেরপুর বামেদেরই দখলে

টিভির টাওয়ারে দু’টি রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায়, ইউক্রেনে টেলিভিশনের সম্প্রচারও ব্যাহত  হচ্ছে। মারা গিয়েছেন পাঁচ জন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিন বলেন, ‘পুতিন ট্যাঙ্ক দিয়ে কিভ শহর ঘিরে ফেলতেই পারেন। কিন্তু, উনি ইউক্রেনের মানুষের হৃদয় কখনও জয় করতে পারবেন না।’

RELATED ARTICLES

Most Popular