skip to content
Saturday, June 29, 2024

skip to content
HomeকলকাতাBony Sengupta: বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত

Bony Sengupta: বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত

Follow Us :

কলকাতা: এবার বিজেপি (BJP) ছাড়লেন টলিউডের অভিনেতা বনি সেনগুপ্ত (Bony Sengupta)। নিজেই টুইট করে জানালেন সে কথা। সোমবার টুইটে তিনি লেখেন, ‘আজ থেকে বিজেপির সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেল। ওই দল আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা তারা রক্ষা করতে ব্যর্থ। রাজ্যের কিংবা বাংলার চলচ্চিত্র শিল্পের কোনও উন্নয়নই আমি দেখতে পাইনি। অথচ বিজেপি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল।’

আরও পড়ুন: Bengal School Reopen : রাজ্য সরকারও চাইছে স্কুল খুলুক, জানালেন ব্রাত্য

গত বিধানসভা ভোটের আগে বনি বিজেপিতে যোগ দেন। বিজেপি নেতৃত্ব ঘটা করে তাঁকে দলে নিয়ে আসেন। ভোটের আগে অবশ্য টলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীই বিজেপিতে যোগ দিয়েছিলেন। ভোটে বিপর্যয়ের পরই এক এক করে সেই তারকরা বিজেপি ছাড়তে শুরু করেন। অনেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। ভোটের আগে বনির প্রিয় বান্ধবী কৌশানি মুখোপাধ্যায় তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাঁকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে প্রার্থীও করে তৃণমূল। ওই কেন্দ্রে অবশ্য বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন মুকুল রায়। ভোটে জেতার পর মুকুল তৃণমূলে ফিরে আসেন।

RELATED ARTICLES

Most Popular