skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeকলকাতাMamata Banerjee-Arijit Singh: জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ গড়তে চান অরিজিৎ, পাশে মমতা

Mamata Banerjee-Arijit Singh: জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ গড়তে চান অরিজিৎ, পাশে মমতা

Follow Us :

মুর্শিদাবাদ: অরিজিৎ সিংহ (Arijit Singh) জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ (Jangipur Medical College) করতে চান, তাঁকে সবরকম সাহায্য করবে রাজ্য সরকার। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘিতে একথা জানান। এদিন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন রাস্তাঘাটের উদ্বোধন এবং শিলান্যাসও করেন তিনি। সভামঞ্চ থেকেই তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখেলের (Saket Gokhel) গ্রেফতারি নিয়ে সরব হন মমতা। মুর্শিদাবাদের (Murshidabad) মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে একের পর এক ইস্যুতে মুখ্যমন্ত্রী তোপ দাগেন। মুখ্যমন্ত্রীর ভাষণেই সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহের (Arijit Singh) প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, মুর্শিদাবাদ জেলার ছেলে অরিজিৎ (Arijit Singh)। খুব ভালো গান করে। ও আজকে সারা বিশ্বের গর্ব। অরিজিৎ অনেকদিন আগে আমাকে বলেছিল, দিদি জঙ্গিপুরে একটা মেডিক্যাল কলেজ করতে চাই। আমি বলেছি, খুব ভালো প্রস্তাব। এই কাজের জন্য রাজ্য সরকার সবরকম সাহায্য করবে। অরিজিৎ মা-মাটি-মানুষ। ওর কোনও অহঙ্কার নেই। 

প্রসঙ্গত, গত বছর ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে (28th KIFF) হাজির ছিলেন অরিজিৎ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তিনি রং দে তু মোহে গেরুয়া এবং বোঝে না সে বোঝে না, এই দুটি গানের দু-তিন কলি গেয়ে শোনান। শাহরুখকে সম্মান জানিয়েই দিলওয়ালের গেরুয়া গানটি গান তিনি। সেই গানটির ভিডিয়োকে হাতিয়ার করে সরব হয় গেরুয়া শিবির। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ভিডিয়োটি শেয়ার করে লেখেন, চলচ্চিত্র উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অরিজিৎকে নিজের পছন্দের গান গাইতে বলেন, তখন রং দে তু মোহে গেরুয়া গানটি গেয়েছেন তিনি। তার মানে গেরুয়াই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়।

আরও পড়ুন:Delhi Under Yellow Alert: দিল্লিতে এক ধাক্কায় তাপমাত্রা নামল ১.৪ ডিগ্রিতে, জারি হলুদ সতর্কতা 

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কলকাতার ইকো পার্কে কনসার্ট হওয়ার কথা ছিল অরিজিতের। এর জন্য অনেক আগে থেকেই বড় অঙ্কের মূল্য দিয়ে টিকিট কিনে ফেলেছিলেন অরিজিত ভক্তরা। কিন্তু এই ঘটনার মাঝেই সেই কনসার্টের জায়গা নিয়ে সমস্যা শুরু হয়। রাজ্য সরকারের তরফে অনুষ্ঠানস্থল পরিবর্তন করার নির্দেশও দেওয়া হয়। এমনকী পরিবর্ত স্থান হিসেবে বেশকিছু বিকল্পের কথাও জানানো হয়। আর ইস্যুকেই হাতিয়ার করে মাঠে নামে বিজেপি। তারা প্রচার শুরু করে, মুখ্যমন্ত্রীর সামনে গেরুয়া গান গাওয়ার জন্যই অরিজিতের কনাসার্ট বাতিল করে দিল সরকার। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে নিন্দার ঝড় শুরু হয়। যদিও সরকারের দাবি, যেহেতু জি ২০ সম্মেলনের জন্য কনসার্টের জায়গা বদল করতে বলা হয়েছিল। তবে কনসার্ট বাতিল করা হয়নি বলে জানিয়ে দেয় রাজ্য সরকার। এদিন সেই অরিজিতের উদ্যোগকেই সাহায্য করতে এগিয়ে এল সরকার। মুখমন্ত্রীর কথায়, অরিজিতের এই উদ্যোগকে সরকার সবরকমভাবে সাহায্য করবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
TMC | BJP | শাসক-বিরোধি হাতাহাতি গাড়ি ভেঙে চুরমার তৃণমূল কাউন্সিলরের
03:54:14
Video thumbnail
Deputy Speaker | ডেপুটি স্পিকার প্রার্থী নিয়ে চমক! তৈরি INDIA
00:00
Video thumbnail
Stadium Bulletin | বার্বাডোজে বিশ্বজয়!
29:47
Video thumbnail
Suvendu Adhikari | ভরাডুবির পর রাজ্যপালকে সমর্থন শুভেন্দুর, মুখ্যমন্ত্রীর কোন কথার প্রভাব?
05:58:50
Video thumbnail
Sharad Pawar | বিগ ব্রেকিং ‘বিজেপিমুক্ত মহারাষ্ট্র’ গড়তে জোট ঘোষণা শরদের
03:58:51
Video thumbnail
T20 World Cup | টি ২০ বিশ্বকাপ জিতে টিম ইন্ডিয়া কত টাকা পেল?
09:49:04
Video thumbnail
Chhattisgarh | বিজেপি শাসিত ছত্তিশগড়ে বিরাট দুর্নীতি! ধরা পড়ল অডিটে
08:41:36
Video thumbnail
West Bengal Weather | আজ ভারী বৃষ্টি, কোন কোন জেলায়?
09:35:10
Video thumbnail
Sharad Pawar | বিগ ব্রেকিং ‘বিজেপিমুক্ত মহারাষ্ট্র’ গড়তে জোট ঘোষণা শরদের
00:00
Video thumbnail
Rohit Sharma | টি ২০ থেকে বিরাটের অবসর, ১২০ মিনিট পর অবসর নিলেন রোহিত
10:24:02