skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeকলকাতাBengal Civic Polls Case: কলকাতা হাইকোর্টে মঙ্গলবার পুরভোট মামলার রায়

Bengal Civic Polls Case: কলকাতা হাইকোর্টে মঙ্গলবার পুরভোট মামলার রায়

Follow Us :

কলকাতা: সব জল্পনার অবসান। মঙ্গলবার, ১৪ ডিসেম্বর পুরভোট (Bengal Civic Polls Case) মামলার রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি (Calcutta High Court) প্রকাশ শ্রীবাস্তব সোমবার জানান, রায়ের নির্দেশনা ইতিমধ্যে তৈরি। মঙ্গলবার তাঁর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ (Bengal Civic Polls Case) রায় ঘোষণা করবে।

গত শুক্রবারই বিজেপি-র দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি শেষ হয়। কিন্তু ওই দিন রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ।  রায়দানের জন্য কিছুটা সময় চেয়ে নেওয়া হয়। মনে করা হয়েছিল, সোমবার হয়তো রায়দান হতে পারে। এদিন বিজেপি-র আইনজীবী হাইকোর্টে লিখিত বক্তব্যের প্রতিলিপি দিতে গেলে প্রধান বিচারপতি জানিয়ে দেন, তার আর দরকার নেই। রায়ের নির্দেশনা তৈরি হয়ে গিয়েছে। মঙ্গলবার রায় ঘোষণা।

রাজ্য নির্বাচন কমিশন পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করার পরেই সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি ছিল, রাজ্যের সমস্ত পুরসভার বকেয়া ভোট একসঙ্গে করতে হবে।

আরও পড়ুন: KMC Election 2021: বাম প্রচারে মুখ ফসকে তৃণমূল! ভিডিয়ো হল ভাইরাল

কিন্তু, রাজ্য নির্বাচন কমিশন হলফনামা দিয়ে জানিয়ে দেয়, তা সম্ভব নয়। কারণ হিসেবে পরিকাঠামোর অপ্রতুলতার কথা বিশদ ভাবে তুলে ধরেন কমিশনের আইনজীবী। পরিসংখ্যান পেশ করে জানানো হয়, পর্যাপ্ত ইভিএম রাজ্য নির্বাচন কমিশনের হাতে নেই।

সে ক্ষেত্রেও হাইকোর্ট প্রশ্ন তোলে, কেন অন্য রাজ্য থেকে ইভিএম আনানোর চেষ্টা করা হল না? কমিশনের আইনজীবী জবাবে বলেন, ‘রাজ্য নির্বাচন কমিশন চেষ্টা করেছিল। কিন্তু, অন্য কোনও রাজ্য থেকে ইভিএম পাওয়া যায়নি। তাই কয়েক ধাপে পুরভোট করানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।’

প্রশ্ন ওঠে, সে ক্ষেত্রে কলকাতায় কেন আগে পুরভোট করানোর সিদ্ধান্ত হল? রাজ্য নির্বাচন কমিশন সে ব্যাখ্যাও দিয়েছেন। কমিশন জানায়, কলকাতায় ৯০ শতাংশ ভ্যাকসিন সম্পূর্ণ হয়েছে। ফলে, করোনা সংক্রমণের ঝুঁকি তুলনায় কম। তাই কলকাতা থেকেই পুরভোট শুরু। বাকি পুরসভাগুলিতে ভোট আট ধাপে।

আরও পড়ুন: Congress Mega Rally: রাজস্থানে এক মঞ্চে গান্ধী পরিবার, হিন্দুত্ববাদ নিয়ে বিজেপিকে তোপ রাহুলের

ডিভিশন বেঞ্চ অবশ্য এ নিয়েও প্রশ্ন তোলে। কারণ, প্রথমে বলা হয়েছিল এপ্রিলের মধ্যে বকেয়া পুরভোট শেষ করা হবে। পরে কমিশন জানায়, পুরভোট শেষ করতে মে মাস হয়ে যাবে। কারণ, হিসেবে মার্চ-এপ্রিলে বোর্ডের পরীক্ষার কথা উল্লেখ করা হয়।

বিজেপি জনস্বার্থ মামলায় আরও একটি আর্জি জুড়ে দেয়। ভিভিপ্যাট দিয়ে পুরভোট করাতে হবে। এ ক্ষেত্রেও রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দেয়, তা সম্ভব নয়। কারণ, তাদের কাছে যে ধরনের ইভিএম থাকে, তাতে ভিভিপ্যাটের সুবিধা নেই। শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, অন্যান্য রাজ্যেও স্থানীয় ভোটে ভিভিপ্যাট যুক্ত ইভিএম ব্যবহার করা হয় না।

এমত অবস্থায় কলকাতায় পুরভোট গ্রহণের মুখে হাইকোর্ট মঙ্গলবার কী রায় দেয়, রাজনৈতিক মহলের সেই দিকেই চোখ থাকবে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Kalyan Banerjee | মোদিকে কী বললেন তৃণমূলের কল্যাণ? রেগে লাল বিজেপি সাংসদরা
00:00
Video thumbnail
আজকে (Aajke) | পিটিয়ে মারা থেকে চোপড়া, আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তো উঠবেই
00:00
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | ইডি, আদালত, কৌস্তুভ রায়, কেজরিওয়াল আর হেমন্ত সোরেন, মামলা কিন্তু এক
00:00
Video thumbnail
Rahul Gandhi | মোদিকে চিঠি রাহুলের, কী চাইছেন দেখুন
00:00
Video thumbnail
Politics | পলিটিক্স (02 July, 2024)
14:55
Video thumbnail
Fourth Pillar | ইডি, আদালত, কৌস্তুভ রায়, কেজরিওয়াল আর হেমন্ত সোরেন, মামলা কিন্তু এক (পর্ব-২)
12:02
Video thumbnail
Aajke | এ এক আজব রাজ্যপাল, নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত
10:54
Video thumbnail
Kalyan Banerjee | মোদিকে কী বললেন তৃণমূলের কল্যাণ? রেগে লাল বিজেপি সাংসদরা
07:33:25
Video thumbnail
Kalyan Banerjee | ওম বিড়লাকে কী বললেন কল্যাণ? তারপর সংসদে কী হল দেখুন
08:23:26
Video thumbnail
Akhilesh Yadav | সংসদে হেরো সরকার, আর কী বললেন অখিলেশ? উত্তাল সংসদ
08:13:19