skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeCurrent NewsBengal Global Business Summit: বুধবার শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, বিপুল বিনিয়োগের...

Bengal Global Business Summit: বুধবার শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, বিপুল বিনিয়োগের আশা

Follow Us :

কলকাতা: বাংলায় বিনিয়োগের বার্তা নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। বুধবার এবং বৃহস্পতিবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে হবে ওই বাণিজ্য সম্মেলন। প্রায় ৪০ টি দেশ থেকে প্রতিনিধিরা আসছেন সম্মেলনে যোগ দিতে। ব্রিটেন, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ, ভুটান-সহ ১৫ টি দেশ পার্টনার হিসেবে সম্মেলনে অংশ নিচ্ছেন।

নবান্ন সূত্রের খবর, তাজপুর গভীর সমুদ্র বন্দরে বিনিয়োগে ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে আদানি গোষ্ঠী। ইতিমধ্যে আদানি গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েক দফা বৈঠক হয়েছে। আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানির সম্মেলনে যোগ দেওয়ার কথা।

বিড়লা গোষ্ঠীর তরফে কুমারমঙ্গলম বিড়লা রাজ্যে বিনিয়োগ করেছেন। সিমেন্ট ও বস্ত্র শিল্পে তাঁর বিনিয়োগ আরও বাড়বে বলে রাজ্য সরকারের আশা। একইসঙ্গে মাহিন্দ্রা কোম্পানির প্রতিনিধিরা বাণিজ্য সম্মেলনে যোগ দিলে রাজ্যে বিনিয়োগের ক্ষেত্র আরও মজবুত হবে বলে মনে করছে শিল্প মহল। রাজ্যে গাড়ি শিল্পে বিনিয়োগ হলে সেখানে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, এমটাই দাবি নবান্নের।

রাজ্য সরকার সম্প্রতি পর্যটন শিল্পের বিকাশে উদ্যোগী হয়েছে। সূত্রের খবর, পর্যটন শিল্পে বিনিয়োগ বাড়াতে বেশ কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। বিনিয়োগ টানার লক্ষ্যেই স্বরাষ্ট্র, বিদ্যুৎ, পরিবহণ, পূর্ত, পর্যটন-সহ ১১ টি দফতর নিয়ে একটি টাস্ক ফোর্স গড়া হয়েছে মুখ্যসচিবের নেতৃত্বে।

আরও পড়ুন: Anis Khan Murder HC: আনিসের বাবাকে হলফনামা দিয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ হাইকোর্টের

নবান্ন সূত্রের খবর, বাণিজ্য সম্মেলনে রাজ্যে বিনিয়োগের উপযোগী পরিবেশ সম্পর্কিত নানা তথ্য ও পরিসংখ্যান তুলে ধরা হবে। নিউটাউনে সিলিকন ভ্যালি এবং পূর্ব মেদিনীপুরের নয়াচরে বিনিয়োগের ব্যাপারেও সুনির্দিষ্ট আশ্বাস আগেই মিলেছে বলে নবান্নের দাবি। নয়াচরে কৃষি ও মৎস্য চাষের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

এর আগে বাণিজ্য সম্মেলন থেকে রাজ্যে মোট ১২ লক্ষ ৩৬ হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে বলে জানানো হয়েছে। করোনার কারণে গত দুই বছরে বাণিজ্য সম্মেলন হয়নি। এবারের সম্মেলন নিয়ে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছে। কিছুদিন আগে মিলন মেলায় বিশ্ববঙ্গ মেলা প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশি দূতাবাসের প্রতিনিধিদের কাছে রাজ্যে বিনিয়োগের জন্য অনুরোধ জানান। সম্মেলন ঘিরে শহরে রঙের প্রলেপ পড়েছে।

RELATED ARTICLES

Most Popular