skip to content

skip to content
Homeকলকাতাপাহাড়ি ধস ও বৃষ্টিতে কেদারনাথে আটকে বাঙালি পর্যটকরা

পাহাড়ি ধস ও বৃষ্টিতে কেদারনাথে আটকে বাঙালি পর্যটকরা

Follow Us :

কেদারনাথ: পুজোর ছুটিতে পরিবারকে নিয়ে কেদারনাথ বেড়াতে গিয়েছিলেন চুঁচুড়ার বাসিন্দা চুমকি রায়৷ কিন্তু কে ভেবেছিলেন, মেঘ ভাঙা বৃষ্টি তাঁদের বেড়ানোর পরিকল্পনায় জল ঢেলে দেবে! অত্যাধিক বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ড৷ মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের৷ জায়গায় জায়গায় ধস নেমেছে৷ বন্ধ কেদারনাথের রাস্তা৷ এই অবস্থায় চরম সঙ্কটে পড়েছেন চুমকি৷ পরিবার নিয়ে কোথায় যাবেন কিছুই বুঝতে পারছেন না৷ প্রশাসনের কাছে ফেরানোর ব্যবস্থার আর্জি জানিয়েছেন৷

আরও পড়ুন: নিম্নচাপ সরে গেছে বিহারে, বৃহস্পতিবার থেকে কলকাতার আকাশ ফর্সা

গত ১৫ অক্টোবর পূর্বা এক্সপ্রেসে চেপে পরিবারকে নিয়ে উত্তরাখণ্ড পৌঁছন চুমকি৷ ১৭ তারিখ মেয়ে অন্বেষা এবং স্বামী বিশ্বজিতকে নিয়ে কেদার বেড়াতে যান৷ এদিকে ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে উত্তরাখণ্ড৷ মেঘ ভাঙা বৃষ্টি এবং ধসে বিপর্যস্ত পাহাড়ি রাজ্য৷ সেখানেই আটকে পড়েছেন চুমকি৷ ফেরার রাস্তা নেই৷ কেননা কেদারনাথের হেলিকপ্টার পরিষেবা বন্ধ৷ ভারী বৃষ্টি এবং ধস নামতেই তাঁরা কেউ গৌরীকুন্ডে নেমে আসার সাহস দেখাতে পারেননি৷ কেদারেই আটকে পড়েছেন৷ চুমকি দেবী বলেন, ‘আমফানের সময় যেমন কাটিয়েছিলাম সেই রকম বৃষ্টি সঙ্গে মেঘের গর্জন৷ প্রাণ হাতে নিয়ে সারারাত কাটিয়েছি৷’ পুলিশ ও প্রশাসনের কাছ থেকে তাঁরা কোনও সাহায্য পাননি বলে অভিযোগ৷ চুমকিদেবী জানিয়েছেন, দুর্যোগ কেটে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ এছাড়া উপায় নেই৷ বদ্রীনাথ গুপ্তকাশি হয়ে আগামী ২৪ তারিখ তাদের ফেরার কথা৷

Kedarnath
কেদারনাথ৷

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে দার্জিলিং-এ ধস, বিপর্যস্ত যান চলাচল

চুমকি দেবী ও তাঁর পরিবার নয়, পাহাড়ে আটকে পড়েছেন আরও বাঙালি পর্যটক৷ তাঁদের সঙ্গেই কেদার গিয়েছেন অরিজিৎ শীল ও সত্যব্রত মুখোপাধ্যায়৷ ভারী বৃষ্টি ও ঝড়ের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা গৌরীকুন্ড নেমে এসেছেন৷ কিন্তু বাকিটা আটকে পড়ে৷ তাঁরা চাইছেন প্রশাসন কিছু ব্যবস্থা নিক৷

RELATED ARTICLES

Most Popular