skip to content
Saturday, June 29, 2024

skip to content
HomeScrollKolkata Book Fair: কেপমারির অভিযোগে কলকাতা বইমেলা থেকে গ্রেফতার বলিউড অভিনেত্রী

Kolkata Book Fair: কেপমারির অভিযোগে কলকাতা বইমেলা থেকে গ্রেফতার বলিউড অভিনেত্রী

Follow Us :

কলকাতা: বলিউড অভিনেত্রী রূপা দত্তের বিরুদ্ধে উঠল কেপমারির অভিযোগ। কলকাতা বইমেলা থেকে তাঁকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিস।

এই অভিনেত্রী বিজেপি ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে। পাঁচ রাজ্যের ফল ঘোষণার পর টুইটারে তিনি কংগ্রেসের অন্তিম সৎকার হয়েছে বলে মন্তব্য করেন। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে শূন্য বসিয়ে বিদ্রুপ করেছিলেন। একসময় মুম্বইয়ের পরিচালক অনুরাগ কাশ্যপকে জড়িয়ে বিতর্ক গড়ে তুলেছিলেন রূপা।

কেপমারির অভিযোগে বলিউডের অভিনেত্রী রূপা দত্তকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিস। পুলিস সূত্রে জানা যায়, শনিবার কলকাতা বইমেলায় যখন পুলিস টহলরত ছিল, সেই সময় লক্ষ্য করে এক মহিলা একটি ব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছেন। সন্দেহ হতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। তারপরই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

আরও পড়ুন: IIT Kharagpur: এপ্রিলে বিটেক, মার্চেই ক্যাম্পাসে ফেরার নির্দেশে বিপাকে খড়্গপুর আইআইটির পড়ুয়ারা

 

পুলিসকে রূপা নিজেকে বলিউড অভিনেত্রী বলে পরিচয় দেন। তিনি যে ব্যাগ ডাস্টবিনে ফেলে যাচ্ছিলেন সেই ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। এরপরই মহিলা পুলিস দিয়ে তল্লাশি করা হলে উদ্ধার হয় ওই ব্যাগের ভিতর থেকে বেশ কয়েকটি মানি ব্যাগ। তাঁর কাছ থেকে প্রায় ৭৫ হাজার টাকা উদ্ধার হয়।

পুলিসের জেরায় রূপা স্বীকার করেন যে বিভিন্ন মেলা, বড় কোনও হাইফাই অনুষ্ঠানে এবং জনবহুল এলাকায় ঘুরে তিনি কেপমারি করেন। তাঁর কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে। যেখানে তাঁর হিসাব রয়েছে কবে কত টাকা তিনি কেপমারি করেছেন। কিন্তু কেন তিনি এমন কাজ করছেন, সে বিষয় খতিয়ে দেখছে পুলিস। পাশাপাশি অভিনেত্রীর সঙ্গে কোনও বড় চক্র কাজ করছে বলে অনুমান পুলিসের।

RELATED ARTICLES

Most Popular