skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeকলকাতাMamata Banerjee: শান্তিতে ভোট হচ্ছে, কলকাতা পুলিস সেরাটা দিয়েছে: মমতা

Mamata Banerjee: শান্তিতে ভোট হচ্ছে, কলকাতা পুলিস সেরাটা দিয়েছে: মমতা

Follow Us :

কলকাতা: বিজেপি নাটক করছে বলে ভোট দিতে এসে অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুরসভা ভোটে (KMC Election 2021) নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিসের ভূমিকার প্রশংসাও শোনা গেল মমতার মুখে। তাঁর কথায়, কলকাতা পুলিস তাদের সেরাটা দিয়েছে। সে জন্যই কোনও হিংসাত্মক ঘটনা ঘটেনি (Mamata Banerjee)।

রবিবার বিকেল ৪টে নাগাদ মিত্র ইন্সটিটিউশনে ভোট দিতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর ভোট দিতে আসার কথা ছিল আরও এক ঘণ্টা আগে। এ দিন মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন ভ্রাতৃবধূ ৭৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়। ভোট দিতে ঢোকার আগে তৃণমূল নেত্রী বলেন, ‘এটা গণতন্ত্রের উৎসব। মানুষ শান্তিতে ভোট দিচ্ছেন। কলকাতা পুলিস অসাধারণ ভূমিকা পালন করে চলেছে। সে জন্যই কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

মমতা বলেন, ‘মানুষ উৎসবের মেজাজে আজ ভোট দিয়েছেন। কিন্তু বিরোধীরা সমস্যা করার চেষ্টা করেছে।’ ঘণ্টা দেড়েক আগেই ভোট দিতে এসে মিত্র ইন্সটিটিউশন থেকে বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ‘বিজেপি এজেন্ট দিতে পারছে না। তারা গন্ডগোল করার চেষ্টা করছে।’ অভিষেকের সেই কথার রেশ টেনেই বিরোধীদের নিশানা করলেন দলের সর্বময় কত্রী।   

আরও পড়ুন: KMC Election 2021: ৪৪টা ইভিএম খারাপ, বিক্ষিপ্ত ঝামেলা, বিজেপিকে নিশানা ফিরহাদের, কেমন চলছে পুরভোট

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দিতে বেরিয়ে বলেন, বিরোধীরা অশান্তির ভিডিও ফুটেজগুলো প্রকাশ্যে আনুক। তৃণমূলের কেউ জড়িত থাকলে ২৪ ঘণ্টার মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে দল। দলীয় ও প্রশাসনিক স্তরে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গন্ডগোলের ঘটনা ঘটলে প্রশাসনকে বলব দলমত নির্বিশেষে ব্যবস্থা নিক। 

RELATED ARTICLES

Most Popular