skip to content
Wednesday, July 3, 2024

skip to content
Homeকলকাতানবান্নে মমতা-আদানি বৈঠক, বন্দরে বিনিয়োগ প্রস্তাব

নবান্নে মমতা-আদানি বৈঠক, বন্দরে বিনিয়োগ প্রস্তাব

Follow Us :

কলকাতা: রাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করলেন শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani meets Mamata Banerjee)। বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata-Adani) সঙ্গে বৈঠক হয় আদানি গোষ্ঠীর কর্ণধারের। রাজ্যে বিনিয়োগের সম্ভাব্য দিক নিয়ে দু’জনের দীর্ঘক্ষণ কথা হয়। এই বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhisekh Banerjee) উপস্থিত ছিলেন।

নবান্ন সূত্রে খবর, হলদিয়া ও খিদিরপুর বন্দরে বিনিয়োগ করতে আগ্রহী আদানি গোষ্ঠী। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে তিনি রাজ্যের শিল্প সম্মেলনেও যোগ দিতে আসছেন। পরে টুইট করে এই বৈঠকের কথা জানিয়েছেন গৌতম আদানি। এপ্রিলে শিল্প সম্মেলন (Bengal Global Business Summit)-এ আসার কথাও তিনি জানিয়েছেন।

কোভিড অতিমারির কারণে দু-বছর বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (BGBS) বন্ধ ছিল। এ বার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকায় বিনিয়োগ টানার লক্ষ্যে রাজ্য সরকার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজন করছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী দিন কয়েক আগে ঘোষণা করেন, ২০-২১ এপ্রিল বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। নবান্ন সূত্রে খবর, নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বিজিবিএস।

বাংলার এই শিল্প সম্মলনে যোগ দিয়ে রিলায়ান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলাকে ‘বেস্ট বেঙ্গল’ বলে উল্লেখ করেছিলেন। ২০১৬ সালে প্রথমবার এই সম্মেলনে যোগ দিয়ে তিনি পশ্চিমবঙ্গে সাড়ে চার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। ২০১৯ সালে সেই বিনিয়োগের পরিমাণ বেড়ে হয় ২৮ হাজার কোটি টাকা। মুকেশের দাবি অনুযায়ী, সারা দেশে তিনি যা বিনিয়োগ করেছেন তার ১০ ভাগের একভাগ পশ্চিমবঙ্গে।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে শেষ বার রাজ্যে বাণিজ্য সম্মেলন হয়েছে। দু-বছর বন্ধ থাকার কারণ এ বার নবান্নের লক্ষ্য, আগের চেয়ে আরও বড় আকারে এই সম্মেলনের আয়োজন করা। সেই লক্ষ্যেই এ বার শিল্প সম্মেলনের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছেন মমতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত এই টাস্ক ফোর্সে রয়েছেন রাজ্যের মুখ্যসচিবও। রাজ্য সরকার আয়োজিত ওই সম্মেলনে দেশ-বিদেশের শিল্পপতি এবং শিল্প সংস্থার প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন। রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগও হয়েছে। ২০২২ সালের সম্মেলনেও দেশ-বিদেশের শিল্পপতিরা যোগ দিতে চলেছেন বলেই সরকারি সূত্রে খবর।

RELATED ARTICLES

Most Popular