skip to content
Tuesday, July 2, 2024

skip to content
HomeকলকাতাMamata Banerjee: বিধায়কদের বিধানসভায় উপস্থিতি বাধ্যতামূলক, নির্দেশ মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: বিধায়কদের বিধানসভায় উপস্থিতি বাধ্যতামূলক, নির্দেশ মুখ্যমন্ত্রী

Follow Us :

কলকাতা: মন্ত্রী-বিধায়কদের কঠোর বার্তা মুখ্যমন্ত্রীর। বিধানসভা যত দিন খোলা থাকবে ঘড়ি ধরে সঠিক সময় সকল বিধায়ককে সেখানে উপস্থিত থাকতে হবে। পরিবারে কোনও দুর্ঘটনা ঘটলে অনুমতি নিয়ে তবেই ‘ছুটি’ মিলবে বিধানসভা থেকে। নজরুল মঞ্চ থেকে স্পষ্ট মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বিধানসভায় বিধায়কদের অনুপস্থিতি নিয়ে এর আগে প্রশ্ন উঠেছে বারবার। অতি সম্প্রতি বিধানসভায় অনুপস্থিত থাকার কারণে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর বকুনি খেতে হয়েছিল রাজারহাট নিউটাউনের বিধায়ক অদিতি মুন্সীকে। বিধানসভা ছেড়ে নিজের গানের অনুষ্ঠানে যাওয়ার জন্য সেদিন মুখ্যমন্ত্রী তাঁকে সতর্ক করেছিলেন। এদিন বিধানসভায় বিধায়ক-মন্ত্রীদের উপস্থিতি অত্যাবশ্যক বলে নির্দেশ দিলেন মমতা।

মুখ্যমন্ত্রীর কথায় বাজেট অধিবেশন শুরু হয়েছে। বিধায়কদের উপস্থিতি থাকতেই হবে। প্রায়দিনই ভোটাভুটি হবে। সেখানে অংশ নিতে হবে। নির্দিষ্ট সময় বিধানসভায় থাকতে হবে। সভা শেষ হলে যে যার গন্তব্যে যেতে পারবেন। মন্ত্রীদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশ, ২৮ মার্চ পর্যন্ত বিধানসভা চলাকালীন কোনও রকম অনুষ্ঠান সভার সময় রাখা যাবে না। বিধানসভা থেকে মন্ত্রী হিসেবে প্রয়োজনীয় কাজ চালাতে হবে।

আরও পড়ুন- Jay Prakash Majumdar: তৃণমূলে যোগ দিয়েই রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ, ঘোষণা মমতার

বিধানসভায় চলছে বাজেট অধিবেশন। একাধিক বিল নিয়ে আলচনার সম্ভাবনা রয়েছে। কথা হবে রাজ্য  সরকারের বেশ কিছু পরিকল্পনা নিয়ে ভোটাভুটির সম্ভাবনা রয়েছে। অধিবেশন শুরুর প্রথম দিনই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে বিজেপি। আগামিদিন পরিস্থিতি জটিল করার চেষ্টা করতে পারে বিজেপি। স্বাভাবিক ভাবেই বিরোধীদের বিরোধিতা মোকাবিলা করতে বিধানসভার পুরো শক্তি নিয়ে লড়াইয়ের পরিকল্পনা রয়েছে তৃণমূলের সে জন্য দলের প্রতিটা বিধায়কের উপস্থিতি একান্ত প্রয়োজনীয়। সে কথা বুঝিয়েই মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ বিধানসভায় বিধায়কদের অনুপস্থিত চলবে না।

RELATED ARTICLES

Most Popular