skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeকলকাতামানবাধিকার কমিশনে বিজেপির লোক, রাজ্যের ‘হিংসা’ নিয়ে ভুলে ভরা রিপোর্ট: মমতা

মানবাধিকার কমিশনে বিজেপির লোক, রাজ্যের ‘হিংসা’ নিয়ে ভুলে ভরা রিপোর্ট: মমতা

Follow Us :

কলকাতা: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মানবাধিকার কমিশনকে বিঁধলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তাঁর অভিযোগ, বিজেপির (BJP) সদস্যরা মানবাধিকার কমিশনের (Human Rights Commission) সদস্য হয়েছে৷ তাই বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে কমিশন যে রিপোর্ট দিয়েছে তা সম্পূর্ণ ভুল৷ মমতার আক্রমণের নিশানায় ছিল নির্বাচন কমিশনও৷ ভোটের সময় নির্বাচন কমিশন যেন বিজেপির অফিসে পরিণত হয়েছে বলে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো৷

আরও পড়ুন: হাড়োয়ায় মমতার ভার্চুয়াল সভায় ধুন্ধুমার, দু’পক্ষের গুলি-বোমায় মৃত ২

রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে কিছুদিন আগে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেয় মানবাধিকার কমিশন৷ তাতে সন্ত্রাসের দায়ভার রাজ্যের শাসক দলের ঘাড়েই চাপায় কমিশন৷ ৫০ পাতার রিপোর্টে বলা হয়েছে, ভোটের ফল প্রকাশের পর থেকে রবীন্দ্রনাথের মাটিতে হিংসার শিকার হয়েছেন বহু মানুষ। শ্লীলতাহানি, খুন, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। প্রচুর মানুষকে ভিটেছাড়া হতে হয়েছে৷ সেই রিপোর্টকে কার্যত নস্যাৎ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘বিজেপির মেম্বাররা মানবাধিকার কমিশনের সদস্য হয়ে রিপোর্ট জমা দিয়েছে৷ পুরোটা ভুল৷ যা হয়েছে প্রি-পোল৷ পোস্ট পোল কোনও হিংসা হয়নি৷ বাকি দেশের জানা উচিত বাংলা কীভাবে সহ্য করেছে৷’

ক্ষমতা দখলের জন্য বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করেছিল বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘বিজেপি মানি, মাফিয়া, মাসল পাওয়ার সব কিছু নিয়ে ঝাঁপিয়েছিল৷ নির্বাচন কমিশন তো বিজেপির পার্টি অফিসের মতো কাজ করেছে৷ কমিশনের অধীনেই তো সব ছিল৷ অফিসার ইন-চার্জ থেকে অবজারভার, পুলিশ সুপার সব বদলে দিয়েছিল৷ কমিশনের আর্শীবাদ পেয়েছিল বিজেপি৷ গায়ের জোরে ক্ষমতা দখল করতে চেয়েছিল৷ কিন্তু বাংলার মানুষ গদ্দারদের বিদায় দিয়েছেন৷’

আরও পড়ুন: কোভিডে মোদি সরকারের ‘মনুমেন্টাল ফেলিওর’: মমতা

একুশের নির্বাচনে ২১১টি আসনে জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট সামনের লোকসভা৷ তারই প্রস্তুতি এখন থেকেই শুরু করতে চান তৃণমূল নেত্রী৷ সেই জন্য সব বিরোধী দলকে একজোট হয়ে লড়াইয়ের ডাক দিয়েছেন মমতা৷ বলেন, ‘গণতন্ত্র মারাত্মক অবস্থার মধ্যে দাঁড়িয়ে৷ ২০২৪-এ কী হবে জানি না৷ লড়াই এখন থেকেই শুরু করতে হবে৷ এটাই ঠিক সময়৷ যত দেরি করবেন, তত সময় নষ্ট হবে৷’

RELATED ARTICLES

Most Popular