skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeকলকাতাNew Year's Eve 2021: ওমিক্রন নয়, রোমিওদের ঠেকানোই পুলিসের বড় পরীক্ষা

New Year’s Eve 2021: ওমিক্রন নয়, রোমিওদের ঠেকানোই পুলিসের বড় পরীক্ষা

Follow Us :

কলকাতা: শুরু হয়ে গিয়েছে বর্ষশেষের কাউন্টডাউন (Countdown)৷ বড়দিন (25th December) থেকে আলোয় ঝলমলে সেজে ওঠা শহরের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে বাড়ছে ভিড়৷ কিন্তু বর্ষবিদায় (New Year’s Eve) এবং নতুন বছরকে (Kolkata New Year) স্বাগত জানানোর উন্মাদনায় রাতের কলকাতায় ঘটে নানা দুর্ঘটনা৷ কোথাও কোথাও মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগও ওঠে৷ বছর শেষে এই সব ঘটনায় লাগাম টানতে তৎপর কলকাতা পুলিস৷ তাই ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি শহরের আইনশৃঙ্খলা ঠিক রাখতে একগুচ্ছ পদক্ষেপ করতে চলেছে লালবাজার৷ ঠিক হয়েছে, ওই দু’দিন শহরের বিভিন্ন দর্শনীয় স্থানে নজরদারি চালাবে কলকাতা পুলিস৷ তিন হাজারের বেশি উর্দিধারী নামবে রাস্তায়৷ থাকবে কলকাতা পুলিসের মহিলা বাহিনীর উইনার্স টিম৷ পাশাপাশি, শহরের সমস্ত বার এবং রেস্তরাঁও থাকবে লালবাজারের নজরদারিতে৷ শুক্রবার, বর্ষশেষের দিনই কলকাতা পুলিস কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন বিনীত গোয়েল৷ নতুন কমিশনারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া বড় কথা৷

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ভিড় নিয়ন্ত্রণ যেমন পুলিসের মাথাব্যথা, তেমনি শহরের রাস্তায় এই দু’দিন রোমিও উপদ্রব ঠেকানোও পুলিসের বাড়তি চাপ৷ বড়দিন, বর্ষশেষ, বর্ষবরণের দিনগুলিতে শহরের রাস্তায় পর্যাপ্ত পুলিস থাকলেও মহিলাদের প্রতি ফি-বছরই কিছু না কিছু অভব্য আচরণের ঘটনা ঘটে৷ আজ থেকে ১৯ বছর আগে এক বর্ষশেষের রাতে বাপি সেন নামে এক তরুণ ট্র্যাফিক সার্জেন্ট নিগৃহীত হন পুলিস কর্মীদের হাতে৷ বাপি এক মহিলাকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে গিয়ে মার খান৷ পরবর্তীকালে তাঁর মৃত্যুও ঘটে৷ ওই ঘটনা নিয়ে সে সময় রাজ্যে তোলপাড় চলে৷ পরে বর্ষশেষ এবং বর্ষবরণের রাতে অত বড় ঘটনা না ঘটলেও মহিলাদের প্রতি অশালীন আচরণের বেশ কিছু অভিযোগ প্রতি বছরই আসে পুলিসের কাছে৷

তবে আগামী দু’দিন ভিড় নিয়ন্ত্রণ করে শহরের ট্র্যাফিক চলাচল স্বাভাবিক রাখা এবং দুর্ঘটনায় রাশ টানাই বড় চ্যালেঞ্জ পুলিসের কাছে৷ লালবাজার জানিয়েছে, আজ রাত থেকেই শহরজুড়ে শুরু হবে নাকা চেকিং৷ কলকাতার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে নাকা চেকিং করবে ট্র্যাফিক পুলিস৷ ২৫ ডিসেম্বর থেকে বর্ষশেষ পর্যন্ত শহরের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে পার্ক স্ট্রিট৷ দুপুর গড়ালেই সেখানে ভিড় জমাচ্ছে উৎসবপ্রিয় মানুষ৷ ৩১ ডিসেম্বর আরও ভিড় বাড়বে ধরেই শুক্রবার সন্ধের পর পার্ক স্ট্রিটে একরকম ঘাঁটি গেড়ে বসে থাকবেন ৭ জন ডিসি৷ থাকবেন ১২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিস৷ সাধারণ মানুষের সহায়তায় বসছে পুলিস অ্যাসিস্ট্যান্স বুথ৷ থাকবে ১০০টি পুলিস পিকেট ও ১০টি পিসিআর ভ্যান৷ এছাড়া ১১টি ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি৷ পাশাপাশি, শহরজুড়ে ২০টি বাইকে টহলদারি চালাবে ট্র্যাফিক পুলিস৷ লালবাজার জানিয়েছে, ৩১ ডিসেম্বর শহরের আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে তিন হাজার পুলিস৷

আরও পড়ুন: Omicron In India: ওমিক্রন চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রের, বাংলা-সহ ৮ রাজ্যেকে সতর্ক করে চিঠি

নতুন বছরের প্রথম দিন এই নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে শহরে৷ তবে পুলিস কর্মীর সংখ্যা বাড়ছে৷ ১ জানুয়ারি শহরে নামানো হবে ৩৫০০ পুলিস কর্মী৷ প্রতি বছর ১ জানুয়ারির দিন আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নন্দন চত্বর এবং বিনোদনমূলক পার্কগুলিতে ভিড় করেন মানুষ৷ সেই সমস্ত জায়গায় নজরদারি চালাবেন উর্দিধারীরা বিভিন্ন শপিং মল, রেস্তরাঁ ও বারে এই সময় লাগামছাড়া ভিড় হয়৷ তাই ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে শপিং মল কর্তৃপক্ষদের৷ বার ও রেস্তরাঁগুলিতে বিশেষ নজরদারি চালাবে পুলিস৷

RELATED ARTICLES

Most Popular