skip to content
Sunday, June 30, 2024

skip to content
HomeCurrent NewsWBSSC: এসএসসি দুর্নীতি মামলা, রাতে নিজামে প্যালেসে এস পি সিনহার নাটকীয় হাজিরা

WBSSC: এসএসসি দুর্নীতি মামলা, রাতে নিজামে প্যালেসে এস পি সিনহার নাটকীয় হাজিরা

Follow Us :

কলকাতা: এসএসসি নিয়োগ (SSC high court order)  দুর্নীতি মামলায় (SS recruitment scam) আদালতের নির্দেশে সিবিআইয়ের কাছে হাজির হলেন কমিশনের উপদেষ্টা (WBSSC advisor) এস পি সিনহা। হাজির হলেন বটে তবে বেশ খানিকটা নাটকীয় ভাবে। রাত এগারোটার পর নিজাম প্যালেসে।আইনজীবী সঙ্গে নিয়ে।

বৃহস্পতিবার রাতে নিজাম প্যালেসের সিবিআই আধিকারিকরা এস পি সিনহার বাড়ি গিয়েছিলেন। এসপি সিনহার পরিবার জানায়, তিনি কোথায়, তাঁরা জানেন না। মোবাইল নম্বরে বার বার কল করেও পাওয়া যাচ্ছে না।

হাইকোর্টের নির্দেশ মেনে বৃহস্পতিবার রাতের মধ্যেই  এএসসি উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা। তাই প্রথমে এ দিন এসপি সিনহাকে ফোনে না পাওয়ায় তাঁর গাড়ি চালকের মোবাইল নম্বর জোগাড় করে সিবিআই।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় (School Service Commission) কড়া পদক্ষেপ নেয় কলকাতা হাইকোর্ট। এসএসসি উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে বৃহস্পতিবারই সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়। রাত ১২টার মধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এখনই তাঁকে গ্রেফতার করা যাবে না বলেও জানিয়েছেন বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি শুক্রবার।

বিচারপতির রায়ে বলা হয়েছে, বেআইনি নিয়োগের ক্ষেত্রে একটা বড় চক্র কাজ করছে। সেই চক্র ভাঙার জন্য বিস্তারিত তদন্তের প্রয়োজন। বিভিন্ন তথ্য প্রমাণ থেকে আমি নিশ্চিত, শান্তি প্রসাদ সিনহা এই চক্রের এক অন্যতম পান্ডা। তাই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই (CBI)। এবং সেটা আজই।
২০১৬ সালের গ্রুপ ডি (SSC Group-D) রিজিওনাল লেভেল সিলেকশন টেস্টে ৯৮ জন কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় (Calcutta High Court) কলকাতা হাইকোর্টে। স্কুল সার্ভিস কমিশন রিপোর্ট দিয়ে জানায়, তারা নিয়োগের সুপারিশ করেনি। অপরদিকে মধ্যশিক্ষা পর্ষদ জানায়, কমিশনের সুপারিশ পেয়েই নিয়োগপত্র পাঠানো হয়েছে।

আরও পড়ুন: Asansol TMC Joining: আসানসোলে লোকসভা উপনির্বাচনের আগেই বিতর্ক, তৃণমূলে যোগ নির্দল-সহ দুই কাউন্সিলারের

নিয়োগ প্রক্রিয়া পরিচালনার জন্য ২০২০ সালে স্কুল সার্ভিস কমিশন (SSC) পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। ওই কমিটির উপদেষ্টা ছিলেন শান্তি প্রসাদ সিনহা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ ওই কমিটির ভূমিকা নিয়েই বিভিন্ন সময়ে সন্দেহ প্রকাশ করেন। কমিশনের নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাতে ওই কমিটিরও হাত রয়েছে বলে আদালত মনে করেছে। আদালত এদিন আরও জানায়, এসএসসি নিয়োগ সংক্রান্ত বহু ক্ষেত্রে প্রাক্তন উপদেষ্টা এস পি সিনহার নির্দেশেই অনিয়ম হয়েছে, এমন তথ্য রয়েছে আদালতের কাছে। সেই ব্যাপারেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

 

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Chhattisgarh | বিজেপি শাসিত ছত্তিশগড়ে বিরাট দুর্নীতি! ধরা পড়ল অডিটে
00:00
Video thumbnail
Top News | বাংলার আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক রাজ্যপাল
40:56
Video thumbnail
ECO ইন্ডিয়া | পরিবেশের ক্ষতির পরিণতি কী ?
26:01
Video thumbnail
T20 World Cup | মার্কিন মুলুকে কাপের শাপমোচন, শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি-রাহুলের
01:59
Video thumbnail
Kaustuv Ray | 'অপরাধের অপবাদ ঘুচল'
02:35
Video thumbnail
Raniganj | রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার মাস্টারমাইন্ড সুবোধ সিং
01:26
Video thumbnail
Nadia | পর্যটন মানচিত্রে নদিয়াকে তুলে ধরার প্রয়াস
01:58
Video thumbnail
BJP | TMC | Arrest | অস্ত্র পাচারের অভিযোগে একযোগে গ্রেফতার বিজেপি- তৃণমূল নেতা
02:44
Video thumbnail
TMC | BJP | 'বিচারব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়' মুখ্যমন্ত্রীর মন্তব্যে কটাক্ষ বিজেপির
02:15
Video thumbnail
Nepal | আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল
02:17