Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাAnubrata Mandal: কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা, সন্ধা থেকে জেরার প্রস্তুতি সিবিআইয়ের

Anubrata Mandal: কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা, সন্ধা থেকে জেরার প্রস্তুতি সিবিআইয়ের

Follow Us :

কলকাতা: শুক্রবার অনুব্রত মণ্ডলের স্বাস্থ্যপরীক্ষা করাতে তাঁকে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। বৃহস্পতিবার গরু পাচার কাণ্ডে তাঁকে গ্রেফতার করে সিবিআই।  আসানসোলের সিবিআইয়ের আদালতে তোলা হলে তাঁকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার সিবিআই তাঁকে কমান্ড হাসপাতালে নিয়ে যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য। 

আলিপুর কমান্ড হাসপাতালে প্রায় দু ঘণ্টা ধরে পরীক্ষা নিরীক্ষা চলে অনুব্রতর। তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখে চার সদস্যের মেডিক্যাল বোর্ড। ওই বোর্ডে রয়েছেন শল্যচিকিৎসা, মেডিসিন এবং কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার আদালতে অনুব্রত জানিয়েছিলেন, তাঁর ফিশচুলার সমস্যা রয়েছে। শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। 

স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে কমান্ড হাসপাতাল থেকে বের করে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। সিবিআই সূত্রের খবর, কমান্ড হাসপাতালেও অনুব্রতর শরীরে গুরুতর কোনও সমস্যার সন্ধান মেলেনি। ক্রনিক যে সমস্ত রোগ তাঁর রয়েছে, সেগুলির চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রও খতিয়ে দেখেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। নিজাম প্যালেস থেকে কমান্ড হাসপাতাল পর্যন্ত যাতায়াতের পথে এদিনও বীরভূমের দাপুটে তৃণমূল নেতা মুখে রা কাড়েননি। সামবাদিকরা তাঁকে অনেক প্রশ্ন করলেও তিনি একটি কথাও বলেননি। এদিন সন্ধ্যা থেকেই সিবিআই আধিকারিকরা অনুব্রতকে জেরা শুরু করবেন। 

RELATED ARTICLES

Most Popular