Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাফিল্মি কায়দায় দৌড় বিজেপি সভাপতির! দলীয় কর্মীর দেহ নিয়ে বিক্ষোভ, কালীঘাটে ধুন্ধুমার

ফিল্মি কায়দায় দৌড় বিজেপি সভাপতির! দলীয় কর্মীর দেহ নিয়ে বিক্ষোভ, কালীঘাটে ধুন্ধুমার

Follow Us :

কলকাতা: দলীয় কর্মীর মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে ধুন্ধুমার কাণ্ড কালীঘাট ব্রিজে। বৃহস্পতিবার সন্ধেয় মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই দেখা যায় বিজেপি সভাপতির গাড়ি ঘুরছে। ওই কনভয়ের সঙ্গেই ছিল পশ্চিম-মগরাহাটের বিজেপি প্রার্থী মৃত মানস সাহার শববাহী গাড়ি। আচমকাই মৃতদেহ রাস্তার উপর রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা। পুলিশ গিয়ে তাঁদের বাধা দেয়।

বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এ সময় কালীঘাট ব্রিজের উপর দিয়ে দৌড়তে শুরু করেন। এক সময় তিনি গাড়ির সামনে রাস্তাতেও বসে পড়েন। তাঁকে ঘিরে ধরে পুলিশ কর্মী এবং সংবাদ মাধ্যমের কর্মীরা। পুলিশ সুকান্ত মজুমদারকে তুলে নিয়ে চলে যায়। বিজেপি সভাপতিকে তাঁর গাড়িতে তুলে দেওয়া হয়। এ সময় পুলিশ ও বিজেপি দু-পক্ষ ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।

বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, ‘তাঁকে হেনস্থা করেছে পুলিশ। গণতন্ত্র লুঠ হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ এর উত্তর দেবেন। পুলিশ দিয়ে বিজেপিকে রোখা যাবে না।’ পাল্টা তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায়ের বক্তব্য, ‘দুই দিনের সভাপতি প্রচারের আলোয় থাকতে চাইছেন, তাই বারবার ভবানীপুর কেন্দ্রেই বার বার তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে।’

দৌড়াচ্ছেন বিজেপি সভাপতি

বৃহস্পতি বার সন্ধেয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ভিড় করেন বিজেপির নেতা কর্মীরা। ভিড়ের মধ্যে দেখতে পাওয়া যায় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, বারাকপুরের সাংসদ অর্জুন সিংকে। মুখ্যমন্ত্রীর নামে স্লোগান দিচ্ছিলেন তাঁরা। যেখানে দাড়িয়ে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছিল তার অদূরেই মুখ্যমন্ত্রীর কালীগাটের বাড়ি। নেতাদের একাধিক গাড়ির সঙ্গেই ছিল মৃত বিজেপি কর্মী মানস সাহার শববাহী শকট।

এ সময়ই পুলিশকে ভিড়ের মধ্যে ঢুকতে দেখা যায়। শববাহী গাড়ির সামনে জমা ভিড় সরিয়ে রাস্তা ফাঁকা করে দেয়। বিজেপি কর্মী এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিজেপি সভাপতিকে বলতে শোনা যায় ‘পুলিশ তুমি দূর হটো।’ পুলিশ, বিজেপি নেতা-কর্মী এবং সংবাদ মাধ্যমের কর্মীদের নিয়ে তখন কালীঘাট ব্রিজের কাছে ধুন্ধুমার কাণ্ড। এ সময় আচমকাই দৌড়তে শুরু করেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পিছন পিছন দৌড়য় পুলিশ এবং মিডিয়া। শববাহী শকট তখন খানিকটা এগিয়ে গিয়েছে। বিজেপি সভাপতি গিয়ে ওই শকটের সামনে রাস্তায় বসে বসে পড়েন।  কর্মীদেরও  বসে পড়তে বলেন। পুলিশ গিয়ে তাঁকে সরিয়ে নিয়ে যায়। শববাহী শকটের রাস্তা ফাঁকা করে দেয়।

শববাহী গাড়ির সামনে শুয়ে পড়লেন সুকান্ত
RELATED ARTICLES

Most Popular