skip to content

skip to content
HomeদেশBudget 2022: একশো দিনের কাজের প্রকল্পে কমল কেন্দ্রীয় বরাদ্দ

Budget 2022: একশো দিনের কাজের প্রকল্পে কমল কেন্দ্রীয় বরাদ্দ

Follow Us :

নয়াদিল্লি: একশো দিনের কাজের প্রকল্পের জন্য বাজেটে (Budget 2022) ৭৩ হাজার কোটি টাকা বরাদ্দ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ যা দেখে ক্ষোভ প্রকাশ বিরোধীদের৷ তাদের বক্তব্য, একশো দিনের কাজের প্রকল্পে (MGNREGA Allocation) বরাদ্দ কমে গেলে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ সঙ্কুচিত হবে৷ মানুষের হাতে টাকা কমে যাবে৷ করোনা অতিমারি থেকে যখন অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে দাবি কেন্দ্রের৷ এই সময় আরও বেশি করে গ্রামীণ অর্থনীতিতে জোর দেওয়া প্রয়োজন৷

গতবছরও বাজেটে একশো দিনের কাজের প্রকল্পে ৭৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিলেন নির্মলা৷ কিন্তু পরে তিনি বরাদ্দ বাড়িয়ে ৯৮ হাজার কোটি টাকা করেন৷ এবারও তিনি এই প্রকল্পে ৭৩ হাজার কোটি টাকাই বরাদ্দ করেছেন৷ কিন্তু ৯৮ হাজার কোটি টাকার তুলনায় বিচার করলে একশো দিনের কাজের প্রকল্পে ২৫.৫১ শতাংশ বরাদ্দ কমেছে৷

এ নিয়ে সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ উপদেষ্টা অমিত মিত্র৷ পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রীর কথায়, ‘এটা থটলেস বাজেট৷ শুধু বড় বড় কথা৷’ তিনি বলেন, ‘১০০ দিনের কাজের প্রকল্পে বরাদ্দ কমানো হয়েছে৷ বিদায়ী অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল ৯৮ হাজার কোটি টাকা৷ তা কমিয়ে ৭৩ হাজার কোটি টাকা করা হয়েছে৷ এর ফলে গ্রামের মানুষের রোজগারে টান পড়বে৷

আরও পড়ুন: PM Gati shakti: তিন বছরে একশো কার্গো টার্মিনাল, ঘোষণা নির্মলার

RELATED ARTICLES

Most Popular