Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যSupreme Court: বহুবিবাহ ও নিকাহ হালাল নিয়ে নতুন বেঞ্চ গড়বে সুপ্রিম কোর্ট

Supreme Court: বহুবিবাহ ও নিকাহ হালাল নিয়ে নতুন বেঞ্চ গড়বে সুপ্রিম কোর্ট

Follow Us :

নয়া দিল্লি: সুপ্রিম কোর্ট (Supreme Court) বৃহস্পতিবার জানিয়েছে, মুসলিমদের মধ্যে বহুবিবাহ (Polygamy) ও নিকাহহালালের সাংবিধানিক (Constitutional) বৈধতা নিয়ে মামলা শোনার জন্য পাঁচ সদস্যের নতুন বেঞ্চ গঠন করা হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি হিমা কোহলি, জেবি পারদিওয়ালাকে এই বিষয়ে আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। তিনি নতুন বেঞ্চ গঠনের আবেদন করেছিলেন। পুরনো বেঞ্চের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি হেমন্ত গুপ্ত অবসর নিয়েছেন। তার ভিত্তিতে প্রধান বিচারপতি বলেন, আমরা বেঞ্চ গঠন করব। ওই আইনজীবী বহুবিবাহ ও নিকাহহালাল অসাংবিধানিক ও অবৈধ ঘোষণার আবেদন জানিয়ে মামলা করেন। 
গত ৩০ অগাস্ট বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, বিচারপতি হেমন্ত গুপ্ত, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি এমএম সান্দরেশ, বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ এই বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন, সংখ্যালঘু কমিশনকে মামলায় যুক্ত করেন। এই বিষয়ে তাঁদের বক্তব্য জানতে চান বিচারপতিরা। কিন্তু, তারপরেই বিচারপতি বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি গুপ্ত অবসর নেন। ইতিমধ্যে আটটি পিটিশন ওই বিষয়ে জমা পড়েছে। 

আরও পড়ুন: বেনামী আবেদনের মামলায় একক বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চে, বড় ধাক্কা রাজ্য এবং কমিশনের  
আদালত সূত্রে জানা গিয়েছে, এর আগে সর্বোচ্চ আদালত এই বিষয়ে কেন্দ্রকেও নোটিস দেয়। এক মহিলা সেই বিষয়ে পিটিশন জমা দিয়েছিলেন। সেখানে আইনজীবী উপাধ্যায়ের পিটিশন ট্যাগ করা হয়। পাঁচ সদস্যের বেঞ্চ এই বিষয়ে মামলাটি শুনবে বলে ঠিক ছিল। 
উল্লেখ্য, ২০১৭ সালে বাইশে অগাস্ট সর্বোচ্চ আদালত তিন তালাককে বেআইনি ঘোষণা করে। 

 

RELATED ARTICLES

Most Popular