skip to content

skip to content
HomeদেশJ&K | Gruesome Incident | কাশ্মীরের বুদগামে যুবতী খুন, টুকরো করে মৃতদেহ...

J&K | Gruesome Incident | কাশ্মীরের বুদগামে যুবতী খুন, টুকরো করে মৃতদেহ লোপাটের চেষ্টা

Follow Us :

শ্রীনগর: জম্মু-কাশ্মীরের বুদগাম জেলায় (Budgam District, J&K) ভয়ঙ্কর কাণ্ড। এক যুবতীকে (Young Woman) হত্যা করার পর, তার দেহ টুকরো টুকরো করে একাধিক জায়গায় পুঁতে রেখে ও ফেলে এসেছে খুনি। ঘটনাটি ঘটেছে মধ্য কাশ্মীরের (Central Kashmir) বুদাগাম জেলার সোইবাগ বুদগামে (Soibug Budgam)। পুলিশ সূত্রে খবর, গত ৮ মার্চ তনবীর আহমেদ খান (Tanveer Ahmad Khan) নামে একটি ব্যক্তি এসে সোইবাগের পুলিশ পোস্টে (Police Post Soibugh) অভিযোগ দায়ের করেন। তিনি ওই থানারই অন্তর্গত অঞ্চলের বাসিন্দা। নিখোঁজ অভিযোগে তিনি লিখেছেন, তাঁর বোন কম্পিউটার কোচিং ক্লাসের (Computer Coaching Class) জন্য গত ৭ মার্চ বেরিয়েছিলেন, কিন্তু আর বাড়ে ফেরেননি।   

নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করার পুলিশ তদন্ত শুরু করে, এরপর সন্দেহভাজন ব্যক্তিদের রাউন্ড আপে (Round Up) দাঁড় করিয়ে যে তথ্য উঠে আসে, তা গা শিউরে ওঠার মতো। এক পুলিশ আধিকারিকের বক্তব্য, “একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে রাউন্ড আপে দাঁড় করানো হয়েছিল। তার মধ্যে শাবির আহমেদ ওয়ানি (Shabir Ahmad Wani) নামে এক ব্যক্তিও ছিল, তার বাবার নাম আব্দুল আজিজ ওয়ানি (Abdul Aziz Wani), মোহন্দপোরা বুদগামের (Mohandpora, Budgam) বাসিন্দা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুলিশের জেরার সামনে অবশেষে সে নিখোঁজ মেয়েটিকে খুন করার কথা স্বীকার করে নেয়।”

আরও পড়ুন: UP | shocking incident | সম্পত্তি নিয়ে বিবাদ, বাবাকে হাতুড়ি মেরে খুন, মৃতদেহ টুকরো করে লোপাটের চেষ্টা 

খুন করার পর অপরাধ চাপা দেওয়ার জন্য মেয়েটির মৃতদেহ টুকরো টুকরো করে ফেলে সে। অভিযুক্ত তারপর মৃতদেহের টুকরোগুলি বিভিন্ন স্থানে পুঁতে রেখে আসে। খুনির স্বীকারোক্তির পর পুলিশ মৃতদেহ টুকরোগুলি উদ্ধার করেছে, এই ঘটনার পরবর্তী তদন্ত চলছে।

ভয়ঙ্কর এই খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি লোকজন শোকাহত। শয়ে শয়ে এলাকাবাসী মেয়েটির জনাজায় (Funeral Prayers) অংশ নিয়েছিল। তাঁদের দাবি, দোষীকে কড়া শাস্তি (Strict Punishment) দিতে হবে। 

খুনের এই ঘটনার কথা পুলিশ সংবাদমাধ্যমকে জানালেও, কী কারণে মেয়েটিকে খুন করা হয়েছে, সে বিষয়ে পুলিশ কিছুই জানায়নি। খুন হওয়া মেয়েটির আত্মীয়ের (Relatives of the Woman) দাবি, অভিযুক্ত ব্যক্তি এর আগে তাঁদেরই এক আত্মীয়ের সঙ্গে বিয়ের জন্য প্রস্তাব (Marriage Proposal) পাঠিয়েছিল পরিবারকে। মেয়েটি সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিল। মেয়েটির পরিবারের দাবি, তাঁদের বাড়িতে কিছুদিন ধরে আহমেদের যাতায়াত ছিল, টাইলস সংক্রান্ত কাজের (Tiles-Related Work) জন্য। আগামী অগাস্টে ওই যুবতীর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে এই ভয়ঙ্কর ঘটনা ঘটল। দোষীকে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে মেয়েটির পরিবার। তাদের দাবি, এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। এলাকাবাসীও এই ঘটনায় বিক্ষোভ দেখিয়েছে এবং ন্যায্য বিচারের দাবি জানিয়েছে। 

উল্লেখ্য, গত শুক্রবার জম্মুতে এক যুবতী তাঁর প্রেমিকের হাতে খুন হয়েছেন। পেশায় ডাক্তার (Doctor by Profession) ওই মহিলার সঙ্গে তাঁর প্রেমিকের বচসা হয়েছিল কোনও একটি বিষয়কে কেন্দ্র করে। তারপর রাগের বশে রান্না ঘরের ছুরি নিয়ে প্রেমিকাকে কুপিয়ে খুন করে অভিযুক্ত প্রেমিক। এরপর, ওই ছুরি দিয়ে সে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিল। জম্মুর গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল (Government Medical College and Hospital – GMC&H) অভিযুক্তের চিকিৎসা (Treatment) চলছে। 

RELATED ARTICLES

Most Popular