Placeholder canvas

Placeholder canvas
Homeদেশবিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সদস্য

বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সদস্য

Follow Us :

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় পাঁচ সদস্যের কলেজিয়ামের অন্তর্ভুক্ত হলেন। প্রধান বিচারপতি এন ভি রমনা অবসর নেওয়ায় বিচারপতি বন্দ্যোপাধ্যায় নতুন সদস্য হলেন। সিনিয়রিটির ভিত্তিতেই তিনি কলেজিয়ামে ঢোকার সুযোগ পেলেন। বিচারপতি বন্দ্যোপাধ্যায় তৃতীয় মহিলা বিচারপতি, যিনি এই কলেজিয়ামের সদস্য হলেন। ২০০৬ সালে বিচারপতি রুমা পাল প্রথম মহিলা বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের কলেজিয়ামে অন্তর্ভুক্ত হন। কলেজিয়ামের দ্বিতীয় মহিলা সদস্য হন বিচারপতি আর ভানুমতী ২০১৯ সালে।

সুপ্রিম কোর্টের বিচারপতি কারা হবেন, বিভিন্ন হাইকোর্টের বিচারপতি কারা হবেন, তা নির্ধারণ করে এই পাঁচ সদস্যের কলেজিয়াম। তাদের সুপারিশ মতোই বিচারপতিদের নিয়োগ করা হয়। এই কলেজিয়ামের মাধ্যমেই সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ বা বদলি হয়ে থাকে। 

২০১৪ সালে ৯৯ তম সংশোধনী এনে কলেজিয়াম সংক্রান্ত আইন বদলের চেষ্টা হয়েছিল। তাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়। সু্প্রিম কোর্ট আবেদন খারিজ করে দেয়। অতীতে বিভিন্ন সময়ে কলেজিয়ামের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। নিয়ম অনুসারে প্রধান বিচারপতি ছাড়াও সুপ্রিম কোর্টের চার সিনিয়র বিচারপতি এই কলেজিয়ামের সদস্য হন।

RELATED ARTICLES

Most Popular