Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাDA Protest: বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতি সরকারি কর্মচারীদের

DA Protest: বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতি সরকারি কর্মচারীদের

Follow Us :

কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে সোমবার ২৪ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। গতকাল মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি দিয়ে কর্মবিরতির কথা জানান সরকারি কর্মচারীরা। রাজ্য এই বিক্ষোভ কর্মসূচিকে কো-অর্ডিনেশন কমিটি সমর্থনের কথা ঘোষণা করেছে। ২০০৯ সাল থেকে এখনও পর্যন্ত এআইসিপিআই অনুসারে বকেয়া মহার্ঘ ভাতার দাবি এবং এরই সঙ্গে সমস্ত শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়েছেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি তাঁরা এও বলেন, অফিস গিয়ে সই করলেও কোনও কাজ করবেন না। কিন্তু হাসপাতালের মতো জরুরি সংস্থাগুলি খোলা থাকবে। 

আজকে তাঁদের অনশনের চারদিন। ক্রমাগত স্লোগান তুলছেন তাঁরা। ধর্মতলার মঞ্চে যোগ দিয়েছেন প্রচুর কর্মচারী।  সেখান থেকেই সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীরা বলেন, বকেয়া টাকা না পেলে সরকার অচল করে দেবন। সরকারি অফিসে কোনও কাজ হবেনা।    এক আন্দোলনকারীর কোথায়,’ ১৮ দিন ধরে অবস্থান করছি। যদি দাবি পূরণ না হয় তাহলে অনশন চলবে। এটা আমাদের প্রাপ্য টাকা। যেখানে আদালতের রায় রয়েছে সেখানে এই বকেয়া টাকা না পাওয়া অবধি আন্দোলন চলবে।’

আরও পড়ুনUS Warns Citizens: নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার পরামর্শ মার্কিন কর্তৃপক্ষের

তবে, শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় নজরে পড়েছে সেই একই দৃশ্য।  বহরমপুর- বকেয়া ডিএর দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি  করলেন। বহরমপুর আদালতের সরকারি কর্মীরা। সোমবার ওই দাবিতে বহরমপুর কোর্ট  চত্বরে আন্দোলন করেন সরকারি কর্মীরা। তাঁদের দাবি উচ্চ আদালতের রায় মেনে সরকারি কর্মীদের অবিলম্বে সকল বকেয়া ডিএ  প্রদান করতে হবে।  তা না হলে তারা আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। 

ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আসানসোল আদালত চত্বরেও কর্মবিরতি পালন চলে। সোমবার সপ্তাহের প্রথম দিনেই আদালত খোলার পর থেকেই জমায়েত করে কর্মবিরতি পালন চলছে। একই ভাবে পুরুলিয়া জেলা আদালতে  প্রায় সব কর্মীই কর্মবিরতিতে অংশ নেন। ফলত আদালতের কাজ সম্পূর্ণ বন্ধ ছিল। হাতে পোস্টার নিয়ে স্লোগান দিতে থাকেন । 

অন্যদিকে,বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতের সরকারি কর্মীরাওকর্মবিরতিতে যোগ দেন।  আদালত চত্বরে বসে আন্দোলন করেন তাঁরা।  সেই কারণেই পরিষেবা থেকে বঞ্চিত হন আদালতে আসা সাধারণ মানুষ।

দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএর দাবিতে আন্দোলন করে আসছেন, সরকার কোনও পদক্ষেপ না করায় আজ সম্পূর্ণ কর্মবিরতির ডাক দেয় ২৮টি সংগঠন। 

RELATED ARTICLES

Most Popular