Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাKylian Mbappe: একইসঙ্গে প্রশংসিত ও সমালোচিত হচ্ছেন রেকর্ড গড়েও হেরে যাওয়া এমবাপে

Kylian Mbappe: একইসঙ্গে প্রশংসিত ও সমালোচিত হচ্ছেন রেকর্ড গড়েও হেরে যাওয়া এমবাপে

Follow Us :

কাতার: তিনি হতে পারতেন অর্জুন, কিন্তু ভাগ্যের ফেরে হয়ে উঠলেন কর্ণ। ‘যোদ্ধা’ হিসেবে তাঁর দক্ষতা প্রশ্নাতীত, তবু কাতারের কাপযুদ্ধে (Qatar World Cup) শেষ পর্যন্ত পরাজিতদের দলেই রয়ে গেলেন। সহজেই অনুমেয়, বলা হচ্ছে ফ্রান্সের ২৩ বছর বয়সি তারকা কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) কথা। একদিকে জোড়া গোল করে কাপ জিতে লিওনেল মেসি পাচ্ছেন অর্জুনের সম্মান। অন্যদিকে ‘কর্ণ’ এমবাপের প্রাপ্তি শুধুই হতাশা। 

শুধুই হতাশা বললে একটু ভুল বলা হবে। এই বিশ্বকাপে মোট আট গোল করে সোনার বুট (Golden Boot) জিতেছেন তিনি। সেই ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন ইংল্যান্ডের জেফ হার্স্ট (Geoff Hurst)। তারপর থেকে আজ পর্যন্ত এই কীর্তি করে দেখাতে পারেননি কেউ। পেলে (Pele), মারাদোনা (Maradona), গার্ড মুলার, জিদান থেকে এখনের রোনাল্ডো (Ronaldo), মেসি (Messi) কারও বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক নেই। ২৩ বছর বয়সি ফরাসি তারকা সেটাই করে দেখালেন। 

আরও পড়ুন: Qatar World Cup: মেসিকে ‘বিস্ত’ কেন পরানো হল? কী তাৎপর্য ওই পোশাকের?   

বিশ্বকাপের আসরে মোট ১৪টা ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ১২টা। সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজেকে (Miroslav Klose) ছুঁতে আর চারটে গোল প্রয়োজন এমবাপের। তাঁর সামনে সময় তো পড়ে আছে। কমপক্ষে আরও দুটো বিশ্বকাপ তো খেলবেনই। তাঁর রেকর্ড যে কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ জানে না। এহেন দুর্ধর্ষ ফরোয়ার্ডকে সর্বত্র চর্চা চলবে তাতে আর আশ্চর্য কী। কিন্তু শুধুই প্রশংসিত হচ্ছেন এমবাপে, এমন কিন্তু নয়। হচ্ছেন সমালোচিতও। 

না, ফুটবলীয় কারণে তাঁর প্রতি অসন্তুষ্ট নয় কেউ, সেরকম জায়গাই রাখেননি তিনি। বিতর্ক উঠেছেন তাঁর আচরণে, মন্তব্যে। একটা নয়, ঘটনা একাধিক। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বনাম ফ্রান্স (England vs France) ম্যাচে পেনাল্টি মিস করেন হ্যারি কেন (Harry Kane)। সে সময় খুবই অসম্মানজনক মুখভঙ্গি করেন এমবাপে। এরপর ফাইনালের আগে তিনি প্রকাশ্যে বলেন, লাতিন আমেরিকার (Latin America) থেকে ইউরোপের (Europe) ফুটবল অনেক উন্নত। সেই কারণে ইউরোপের দেশ শেষ চারটে বিশ্বকাপ জিতেছে। এরপর ফাইনাল ম্যাচ চলাকালীন ক্লাব সতীর্থ লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে এমবাপের বিরুদ্ধে। 

তিনি বড়মাপের ফুটবলার তাতে কোনও সন্দেহ নেই। সেই কারণেই হেরে গিয়েও একদল মানুষের কাছে বীরের সম্মান পাচ্ছেন, সহানুভূতি পাচ্ছেন। কিন্তু আচরণে সংশোধন না আনলে সমালোচিত হতেই থাকবেন। আর এই সমালোচনার জেরে নষ্ট হতে পারে ফোকাস।  

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
KOLKATA TV LIVE STREAM
00:00
Video thumbnail
Top News | 'সিবিআই তদন্ত সঠিক পথে এগোচ্ছে', হাইকোর্টে CBI-র সন্দেশখালি-রিপোর্ট পেশ
44:59
Video thumbnail
Madhyamik Result | চলতি বছর মাধ্যমিকের পাসের হার ৮৬.৩১ শতাংশ
09:04
Video thumbnail
Madhyamik Result | মাধ্যমিকে প্রথমস্থান অধিকার করে কী বলল কোচবিহারের চন্দ্রচূড় সেন
06:51
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | কচুরিপানায় ঢেকেছে ইছামতি নদী, নদী সংস্কার নিয়ে শাসক-বিরোধী তরজা
02:14
Video thumbnail
Madhyamik Result | মাধ্যমিকে বাড়ল পাশের হার, এবারের সেরা দশে কোন কোন পড়ুয়া?
03:36
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | ৫.৭৫ শতাংশ ভোট বিজেপির পক্ষে, সংখ্যা বাড়ল- কী করে? : মমতা বন্দ্যোপাধ্যায়
06:26
Video thumbnail
WB Madhyamik 2024 Result | ৯৯% পেয়ে মাধ্যমিকে এবার প্রথম স্থানে কোচবিহারের চন্দ্রচূড় সেন
02:27
Video thumbnail
Madhyamik 2024 | মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন, প্রাপ্ত নম্বর ৬৯৩
12:22
Video thumbnail
Madhyamik 2024 Result | মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ
07:36