Placeholder canvas

Placeholder canvas
HomeদেশMuhammad Iqbal Removed | পাকিস্তানের জাতীয় কবিকে সিলেবাস থেকে সরানোর প্রস্তাব

Muhammad Iqbal Removed | পাকিস্তানের জাতীয় কবিকে সিলেবাস থেকে সরানোর প্রস্তাব

Follow Us :

নয়াদিল্লি: পাকিস্তানের জাতীয় কবি মহম্মদ ইকবাল, (Muhammad Iqbal) সারে জাঁহা সে আচ্ছা লিখলেও তাতে বিশ্বাস করতেন না। এমনটাই মনে করেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ সিং। দিল্লি বিশ্ববিদ্যালেয়র  স্নাতক অনার্সে (Honours)  রাষ্ট্রবিজ্ঞান (Political Science) থেকে ওই অধ্যায় বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে যোগেশ সিং (Vice-chancellor Yogesh Singh)  বলেন, তিনি সারা জাঁহা সে ইচ্ছা  (‘Saare Jahan Se Achha’) লিখেছিলেন ঠিকই, কিন্তু কোনও দিন তা বিশ্বাস করেননি। 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে  (Delhi University’s (DU) Academic Council) পাশ হয়েছে, এই উর্দু কবি (Urdu Poet) বিষয়ক অধ্যায় সিলেবাস থেকে সরানো হবে। ‘মডার্ন ইন্ডিয়ান থিঙ্কারস’ কোর্স থেকে তা সরানো হয়েছে। এই বিষয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আমি জানি না কেন গত ৭৫ বছর ধরে আমরা মহম্মদ ইকবালকে সিলেবাসে রেখে পড়াচ্ছিলাম। এটা ঠিক ওই গান লিখে তিনি ভারতের সেবা করেছেন। কিন্তু তিনি নিজে তাতে বিশ্বাস করতেন না। স্নাতক স্তরে কোর্স সংক্রান্ত বিষয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ১০১৪তম অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে ওই বিষয়ে আলোচনা হয়েছে। যাঁরা ভারতকে ভাগ করার ভিত্তি স্থাপন করেছিলেন তাঁরা সিলেবাসের অংশ হতে পারেন না। উপাচার্যের প্রস্তাব সর্বসম্মতক্রমে পাশ হয়েছে। বৈঠকে আন্ডার গ্র্যাজুয়েট কারিকুলাম ফ্রেমওয়ার্কে (Undergraduate Curriculum Framework (UGCF) 2022) চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমেস্টারে বিভিন্ন কোর্সের রেজলিউশনও পাশ হয়েছে। ওই অনুষ্ঠানে উপাচার্য জোর দিয়েছেন ড. ভীমরাও আম্বেদকরের বিষয়ে পড়ানো হবে। 

আরও পড়ুন: National Education Policy | মোদির শিক্ষানীতি মেনেই চার বছরের ডিগ্রি কোর্স রাজ্যে 

বৈঠকে সেন্টার ফর ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পার্টিশন (Center for Independence and Partition Studies) স্টাডিজ তৈরি করার প্রস্তাব পাশা হয়েছে। গবেষণার মাধ্যমে এই সেন্টার দেশের অজ্ঞাত হিরোদের নিয়ে কাজ করবে। স্বাধীনতা আন্দোলন নিয়ে কাজ করবে। যেগুলো ইতিহাসে এখনও ঠাঁই পায়নি তা নিয়ে কাজ করবে। 

RELATED ARTICLES

Most Popular