Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাStadium Bulletin | আইপিএল ফাইনালে এগিয়ে কোন দল?

Stadium Bulletin | আইপিএল ফাইনালে এগিয়ে কোন দল?

Follow Us :

আইপিএল ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স। হার্দিক বনাম ধোনির দ্বৈরথে তুল্যমূল্য বিচারে এগিয়ে কে তা নিয়ে এক একজনের এক একরকম মত। শুভমান গিল তাঁর দুরন্ত ছন্দ ফাইনালেও দেখাতে চাইবেন। নজর থাকবে বাংলার ঋদ্ধিমান সাহা-মহম্মদ শামির দিকেও। উল্লেখ্য, আজকের ম্যাচ খেলেই অবসর নেবেন চেন্নাই সুপার কিংসের অম্বাতি রায়ডু। ফাইনালের আগে কলকাতা টিভি-কে একান্ত সাক্ষাৎকার দিলেন মহেন্দ্র সিং ধোনির কোচ কেশব বন্দ্যোপাধ্যায়। তিনি চাইছেন, পঞ্চম আইপিএল ট্রফিটি মাহির হাতে উঠুক।

অন্যদিকে, বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেড়ারেশনের সভাপতি ব্রিজভূষণের (Brij Bhushan)গ্রেফতারের দাবিতে এবার এগিয়ে এলেন সমাজের বিশিষ্টরা। বামপন্থী বিদ্বজ্জনের পাশাপাশি মানবাধিকার কর্মী থেকে শুরু করে প্রাক্তন সরকারি কর্মচারী, আইনজীবী, লেখক এবং সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তি মিলিয়ে ১ হাজার ১৫০ জন একটি বিবৃতি জারি করেছেন। তাঁরা অবিলম্বে ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতার এবং সমস্ত আটক কুস্তিগির ও কর্মীকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন।স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার, হান্নান মোল্লা এবং শুভাসিনী আলি, প্রাক্তন আমলা অর্ধেন্দু সেন, অদিতি মেহতা, অভিজিৎ সেনগুপ্ত, আইনজীবী ইন্দিরা জয়সিং, বৃন্দা গ্রোভার, প্রশান্ত ভূষণ, শিল্পী মায়া রাও, মল্লিকা সারাভাই, শেবা চাচি, শিক্ষাবিদ ম্যারি জন, প্রভাত পট্টনায়েক, চিত্রা জোশী, অ্যানি রাজা, শবনম হাশমি, মরিয়ম ধাওয়ালে, মীরা সংঘামতিরা, জগমতি সাংওয়ান, অরুন্ধতি ধুরু, কবিতা শ্রীবাস্তব প্রমুখ। তাঁদের বক্তব্য, ‘আমরা, সংশ্লিষ্ট ব্যক্তিরা, আমাদের সাহসী কুস্তিগিরদের সমর্থন করছি এবং রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিং, যিনি যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত, তাঁর বিরুদ্ধে কুস্তিগিরদের সংগ্রামকে দমন করতে আজ সরকার ও পুলিশের ভূমিকা দেখে প্রচণ্ড আতঙ্কিত। কুস্তিগিররা গত ১৮ জানুয়ারি থেকে প্রতিবাদ করছেন। আমরা ব্রিজভূষণের গ্রেফতারের দাবি জানাচ্ছি। পাশাপাশি বন্দি বা আটকদের দ্রুত মুক্তিরও দাবি করছি। কুস্তিগিররা অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করছেন, আমরা তাকে কুর্নিশ জানাচ্ছি।’ এই সব নিয়ে আজকের স্টেডিয়াম বুলেটিন। দেখুন ভিডিয়ো-

RELATED ARTICLES

Most Popular