Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনPrabhat Roy: অসুস্থ প্রভাত রায়কে দেখতে এল না টলিউডের কেউ, পরিচালকের ‘লাঠি’...

Prabhat Roy: অসুস্থ প্রভাত রায়কে দেখতে এল না টলিউডের কেউ, পরিচালকের ‘লাঠি’ একমাত্র ভিক্টর বন্দ্যোপাধ্যায়  

Follow Us :

কলকাতা: বাংলা চলচ্চিত্রের নামী পরিচালক প্রভাত রায় (Prabhat Roy)। দু’ দুটো জাতীয় পুরস্কার (National Award) পেয়েছেন। অথচ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির একজনও দেখতে এল না। ব্যতিক্রম একজন। প্রভাতের ‘লাঠি’ ছবির প্রধান চরিত্র ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee) কিন্তু ঠিক এসেছেন বন্ধুকে দেখতে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) দুজনের সহাস্য মুখের ছবিও দেখা গেল। এই ছবি পোস্ট করেন প্রভাতবাবু নিজেই। 

কী হয়েছিল বর্ষীয়ান পরিচালকের? 

জানা গিয়েছে, হঠাৎ করেই রক্তচাপ (Blood Pressure) বাড়াবাড়ি রকম বেড়ে গিয়েছিল তাঁর। খবর পান প্রতিবেশী আর এক বর্ষীয়ান পরিচালক হরনাথ চক্রবর্তী (Haranath Chakraborty)। তিনি এবং প্রেমেন্দুবিকাশ চাকী প্রভাতকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করান। আপাতত স্থিতিশীল প্রভাত রায়। চিন্তার কোনও কারণ নেই। তবে এখনওই তাঁকে ছাড়ছে না হাসপাতাল। বেশকিছু পরীক্ষা করে তা দেখে তবেই ছাড়া হবে। 

আরও পড়ুন: Arunima Ghosh: শরীরচর্চা করতে গিয়ে অঘটন, ১২টা সেলাই অভিনেত্রীর 

‘লাঠি’ ছাড়াও ‘প্রতিদান’, ‘প্রতিকার’ ইত্যাদি ছবিতে প্রভাত রায়ের সঙ্গে কাজ করেছিলেন ভিক্টর। পরিচালকের সঙ্গে অভিনেতার সম্পর্ক দীর্ঘদিনের। সেই সম্পর্কেই টানেই খবর পেয়ে হাসপাতালে ছুটে এলেন ভিক্টর। কিন্তু তিনি একাই, না বর্তমান, না অতীত, টলিউডের কোনও অভিনেতা, পরিচালকই প্রভাতবাবুকে দেখতে এলেন না। 

কিছুদিন আগেই এ নিয়ে আক্ষেপ করেছিলেন প্রভাত। যাঁর ঝুলিতে দুটো জাতীয় পুরস্কার, তাঁকে এখন আর কেউই চেনে না, পাত্তা দেয় না। যোগাযোগটুকু পর্যন্ত রাখে না। বিপদের সময়ে পাশে পেলেন অল্প কয়েকজনকে। ‘লাঠি’ ছবিতে তাঁর নায়ক ভিক্টরকেই পেলেন ‘লাঠি’ হিসেবে।   

RELATED ARTICLES

Most Popular