Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাCalcutta HighCourt: কেন্দ্রের অনুদান খরচের হিসেবে বিপুল গরমিল, জনস্বার্থ মামলা বিজেপির

Calcutta HighCourt: কেন্দ্রের অনুদান খরচের হিসেবে বিপুল গরমিল, জনস্বার্থ মামলা বিজেপির

Follow Us :

কলকাতা:  শিক্ষাক্ষেত্র সহ একাধিক বিষয়ে দুর্নীতি (corruption) নিয়ে একের পর এক মামলায় জেরবার রাজ্য সরকার (West Bengal Government)। বিশেষ করে শিক্ষা দফতরে একের পর এক দুর্নীতির (SSC job recruitment scam) তথ্য যেভাবে উঠে আসছে তাতে সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি। এর মধ্যেই আবার কেন্দ্রীয় অনুদানের (Centre’s grant) টাকা খরচে বিস্তর গরমিলের অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারীর দাবি, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, শিক্ষা, পুর ও নগরোন্নয়ন দফতরে প্রায় ২.২৯ লক্ষ কোটি টাকার হিসেবের গরমিল হয়েছে। ওই মামলায় রাজ্যের মুখ্যসচিব সহ সংশ্লিষ্ট দফতরগুলির প্রধান সচিবদেরও জড়ানো হয়েছে। মূল মামলাটি করেছেন রাজ্য বিজেপিত অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে আছেন আইনজীবী সুমনশঙ্কর চট্টোপাধ্যায় এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মী ঋত্বিক পাল। যদিও জগন্নাথ সাংবাদিক পরিচয়ে মামলা দায়ের করেছেন। 

সূত্রের খবর, মামলাকারীদের আবেদনে বলা হয়েছে, ২০২১সালের ৩১ মার্চ ক্যাগ (CAG) রিপোর্টে রাজ্য সরকারের ওই সব দফতরের হিসেবে অসঙ্গতির উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হওয়ার কথা। মামলাকারীরা এ ব্যপারে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।     

আরও পড়ুন: Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের প্রচারে নাম-ছবিহীন অনুব্রত

জানা গিয়েছে, রাজ্য সরকার যে ইউটিলাইজেশন সার্টিফিকেট(utilisation certificate) দিয়েছে তাতে এই ২.২৯ লক্ষ কোটি টাকার সঠিক হিসেব নেই। বিরোধীদের অভিযোগ ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল সরকার নিয়মিত ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ করে না। রাজ্য সরকারের বিভিন্ন আর্থিক কারচুপি যাতে ধরা না পড়ে, তার জন্যই পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান করা হয়েছে দলবদলু বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে, যিনি তৃণমূলে যোগ দিলেও এখনও খাতায় কলমে বিজেপির বিধায়ক রয়েছে। কৃষ্ণ সহ এরকম আরও কয়েকজন দলবদলু বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দিয়েছে বিজেপির পরিষদীয় দল।

আরও পড়ুন: TMC Inner Clash: ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বাসন্তী, আহত ১ যুব তৃণমূল কর্মী

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা ভোটে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হন মুকুল রায়। কিছুদিন পর তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মুকুল তৃণমূলে যোগ দেন। তার পরেও মুকুলকেই পাবিলক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়। তা  নিয়ে বিজেপি মামলা করে। সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। মুকুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিজেপি স্পিকারের কাছেও আবেদন করে। শীর্ষ আদালত বিধানসভাকেই বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেয়। বেশ কয়েক দফা শুনানির পর স্পিকার রায় দেন, মুকুল বিজেপিতেই রয়েছেন।   

RELATED ARTICLES

Most Popular