skip to content

skip to content
HomeখেলাPrithvi Shaw: ৪৬ বলে টি২০-তে সেঞ্চুরি করে ব্রাত্য পৃথ্বীর জবাব

Prithvi Shaw: ৪৬ বলে টি২০-তে সেঞ্চুরি করে ব্রাত্য পৃথ্বীর জবাব

Follow Us :

জাতীয় দলে ব্রাত্য থাকার পর জ্বলে উঠলেন পৃথ্বী শ। শুক্রবার সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টে অসমের বিরুদ্ধে ম্যাচে ঝড় তুলে মুম্বইয়ের তারকা ওপেনার পৃথ্বী শ করলেন ১৩৪ রান। রাজকোটে অসমের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার পৃথ্বী প্রথমে ১৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তারপর ইনিংসের গতির ধারা বজায় রেখে ৪৫ বলে সেঞ্চুরি করলেন পৃথ্বী। টি২০-তে এই প্রথম সেঞ্চুরি করলেন মুম্বইয়ের তারকা ওপেনার।  

শেষ অবধি ৬১ বলে ১৩৪ রানে আউট হন পৃথ্বী। ৬১ বলের ইনিংসে স্ট্রাইক রেট ছিল ২০০-র উপরে। ১৩টা বাউন্ডারি, ৯টা ওভার বাউন্ডারি হাঁকান পৃথ্বী। পৃথ্বী ঝড়ে মুম্বই নির্ধারিত ২০ ওভারে করল ৩ উইকেটে ২৩০ রান।  

আরও পড়ুন-T20 Tri Series: টি২০ বিশ্বকাপের আগে কিউইদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

ভাল পারফম করেও কিছুতেই জাতীয় দলে ঢুকতে পারছেন না মু্ম্বইয়ের তারকা ওপেনার পৃথ্বী শ। ক দিন আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রোহিত-রাহুলদের অনুপস্থিতিতে রজত পাতিদার, শুভমান গিল, রাহুল ত্রিপাঠিদের সুযোগ দিলেও পৃথ্বী-কে ব্রাত্য রাখা হয়। অথচ আগে জাতীয় দলে সুযোগ পেয়ে দারুণ পারফম করেছিলেন পৃথ্বী। দেশের হয়ে ৫টি টেস্টে, ৬টি ওয়ানডে, ১টি আন্তর্জাতিক টি২০ খেলেছেন তিনি। গত বছর জুলাইয়ে ভারতের জার্সিতে শেষবার খেলেন পৃথ্বী।

RELATED ARTICLES

Most Popular