skip to content
Tuesday, July 2, 2024

skip to content
Homeআন্তর্জাতিকHybrid Solar Eclipse | দশ বছর পর সংকর সূর্যগ্রহণ, আবার হবে ২০৩১...

Hybrid Solar Eclipse | দশ বছর পর সংকর সূর্যগ্রহণ, আবার হবে ২০৩১ সালে

Follow Us :

নয়াদিল্লি: আগামিকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিরল মহাজাগতিক ঘটনার (Rare Cosmic Event) সাক্ষী হতে চলেছে এই নীল গ্রহের বাসিন্দারা। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হচ্ছে, সংকর সূর্যগ্রহণ অর্থাৎ হাইব্রিড সোলার ইকলিপস (Hybrid Solar Eclipse or Surya Grahan)। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (National Aeronautics and Space Administration – NASA) এই নিয়ে ফটো শেয়ারিং ওয়েবসাইট ও অ্যাপ ইনস্টাগ্রামে (Instagram) ছবিসহ পোস্ট শেয়ার করেছে। এই হাইব্রিড সোলার ইকলিপস বা শঙ্কর সূর্যগ্রহণ কোথাও কোথাও পূর্ণগ্রাস গ্রহণ হিসেবে দেখা যাবে, আবার কোথাও দেখা যাবে বলয় হিসেবে।

বিজ্ঞানের ভাষায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণকে ইংরেজিতে টোটাল ইকলিপস (Total Solar Eclipse) বলা হয় এবং গ্রহণের সময় বলয় আকারে দেখা গেলে, তাকে বলা হয় অ্যানুলার ইকলিপস (Annular Eclipse)। এই দু’টি যখন একসঙ্গে হয়, তখন তাকে সংকর সূর্যগ্রহণ বলা হয়।  

আরও পড়ুন: Tollywood Shooting in Summer | তীব্র দাবদাহে সিরিয়ালপাড়ায় একগুচ্ছ নতুন নিয়ম জারি ফেডারেশনের 

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা তাদের ইনস্টাগ্রাম পোস্টে বলেছে, “২০ এপ্রিল অস্ট্রেলিয়া (Australia) ও দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চল (Parts of Southeast Asia) থেকে আকাশ পর্যবেক্ষকরা (Skywatchers) ভারত মহাসাগর (Indian Ocean) ও প্রশান্ত মহাসাগরের (Pacific Ocean) উপর দিয়ে ঘটার সময় সংকর সূর্যগ্রহণ দেখতে পাবেন।”

 

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by NASA (@nasa)

শঙ্কর সূর্যগ্রহণ কী?

নাসা তাদের ইনস্টাগ্রাম পোস্টে এটাও বলেছে, সূর্য (Sun), চাঁদ (Moon) ও পৃথিবী (Earth) যখন পুরোপুরি অথবা আংশিকভাবে (Partial) এক সরল রেখা (Alignment) চলে আসে, সেই সময় আমাদের এই নীল গ্রহের উপর ছায়া পড়ে চাঁদের। আমাদের সৌরমণ্ডলের নক্ষত্র হলো সূর্য। তার থেকে পৃথিবীতে আলো হয়। সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী এবং পৃথিবীকে প্রদক্ষিণ করে চাঁদ। এইভাবে ঘুরতে ঘুরতে সূর্য, চাঁদ ও পৃথিবী এক সরল রেখায় চলে আসে। পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ চলে আসার কারণে যখন সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা পায়, তখন তাকে সূর্যগ্রহণ বলে। পৃথিবী ও সূর্যের মাঝে নির্দিষ্ট দূরত্বে থাকার সময় চাঁদ যখন পুরোটাই আড়াল করে দেয়, তখন তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে। আর যখন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে না, চাঁদ, তখন সূর্য রিং বা বলয় আকারে দেখা যায়। সংকর সূর্যগ্রহণের সময় এই দু’টিই ঘটে। কোথাও সূর্যকে পুরোপুরি কালো দেখায় চাঁদের অন্ধকার দিক পৃথিবী থেকে প্রত্যক্ষ হয় বলে, আবার কোথাও দূরত্বের হেরফেরের কারণে পৃথিবী থেকে চাঁদের অন্ধকার দিক এবং সূর্যকে বলয় আকারে দেখা যায়।

নাসার পক্ষ থেকে সতর্ক করে বলে দেওয়া হয়েছে, সূর্যগ্রহণের সময় যথাযথ সুরক্ষা অবলম্বন করতে। নাহলে চোখের ক্ষতি হতে পারে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ক্ষণিকের জন্য খালি চোখে দেখা যেতে পারে, কিন্তু সূর্যের বলয় দেখার জন্য কেউ যেন কোনওভাবেই খালি চোখে না তাকান। এতে চোখের দৃষ্টিশক্তির (Vission) স্থায়ী ক্ষতি হতে পারে। তাই ইকলিপস গ্লাসেস (Eclipse Glasses) ব্যবহার বাঞ্ছনীয়। 

উল্লেখ্য, শেষবার পৃথিবী থেকে সংকর সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০১৩ সালে। এরপর, আবার দেখা যাবে ২০৩১ সালে। তারপর অপেক্ষা করতে হবে আরও ১৩৩ বছর। ২১৬৪ সালে পৃথিবীবাসী আবার এই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হবেন। যদিও এই সংকর সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। তবে ভারতবাসী চাইলে ইউটিউবে গিয়ে বিভিন্ন চ্যানেলে লাইভ দেখতে পারবেন। ভারতীয় সময় সকাল ১০টা ৪ মিনিটে শুরু হবে এবং পূর্ণতায় পৌঁছবে ১১টা ৩০ মিনিট নাগাদ। ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে এই সংকর সূর্যগ্রহণ। তবে ১ মিনিটের কম সময়ের জন্য স্থায়ী হবে পূর্ণগ্রাস। 

RELATED ARTICLES

Most Popular