skip to content
Saturday, June 29, 2024

skip to content
Homeকলকাতাতাজপুর বন্দর প্রকল্পে লেটার অফ ইন্টেন্ট দেওয়া হল আদানি-পুত্র করণকে

তাজপুর বন্দর প্রকল্পে লেটার অফ ইন্টেন্ট দেওয়া হল আদানি-পুত্র করণকে

Follow Us :

পালে হাওয়া পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের তাজপুর গভীর সমুদ্র বন্দর প্রকল্প। বুধবার গৌতম আদানির পুত্র করণের হাতে লেটার অফ ইন্টেন্ট তুলে দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন শিল্পমন্ত্রী শশী পাঁজা এবং ডব্লুবিআইডিসি-র চেয়ারম্যান বন্দনা যাদব। 
সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে জানাও হয়েছে, প্রযুক্তিগত দিক, আর্থিক দিক এবং অন্যান্য সব দিক বিবেচনা করার পর তাজপুর বন্দর উন্নতিকল্পে পশ্চিমবঙ্গ মেরিটাইম বোর্ডের লেটার অফ ইন্টেন্ট-এ সম্মতি দিল মন্ত্রিসভা।   
এখন রাজ্যের দুটি বন্দর কলকাতা এবং হলদিয়া। কিন্তু গভীরতা কম হওয়ায় দুটির কোনওটিতেই বড় বড় পণ্যবাহী জাহাজ আসতে পারে না। হলদিয়া বন্দরে জলের গভীরতা কিছুটা বেশি হলেও সেখানেও বড়জোর ২৫ থেকে ৩০ টন পণ্যের জাহাজ ভিড়তে পারে। এই সমস্যার সমাধান করতেই প্রস্তাবিত হয়েছিল তাজপুর গভীর সমুদ্র বন্দর। এ কাজের ভার আগেই দেওয়া হয়েছিল আদানি গোষ্ঠীকে। 
তাজপুরের গভীর সমুদ্রে বড় বড় জাহাজ থেকে ছোট জাহাজে করে পণ্য নিয়ে যাওয়া হবে কলকাতা এবং হলদিয়া বন্দরে, পরিকল্পনা রয়েছে এমনটাই। তাজপুরের বন্দর হবে পরিবেশ বান্ধব। পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের মধ্যেই তৈরি হয়ে যাবে বন্দরটি। তার ফলে বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা। পূর্ব মেদিনীপুরের মানুষ অন্তত তেমনটাই আশা করছেন। তবে এই আশার মধ্যে আশঙ্কাও রয়েছেন। তাজপুর এলাকার বহু মানুষের জীবিকা মাছ ধরা। তাঁরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।

RELATED ARTICLES

Most Popular