Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকCalifornia Shooting: ক্যালিফোর্নিয়ায় হত্যালীলা চালিয়ে আত্মঘাতী বাহাত্তরের বৃদ্ধ, পিছনে কোন রহস্য...

California Shooting: ক্যালিফোর্নিয়ায় হত্যালীলা চালিয়ে আত্মঘাতী বাহাত্তরের বৃদ্ধ, পিছনে কোন রহস্য ?

Follow Us :

লস অ্যাঞ্জেলেস: বর্ষবরণের আনন্দ উৎসবে মেতে উঠেছে আট থেকে আশি। কাতারে কাতারে মানুষের সমাগম ঘটতে শুরু করে। তারই মধ্যে হঠাতই এলোপাথাড়ি গুলি (Shooting )। কাঁপা কাঁপা হাতে একের পর এক নিরীহ মানুষের প্রাণ কাড়লেন এক বাহাত্তুরে বুড়ো। কিন্তু কেন এই বৃদ্ধ বয়সে এসে কেন এই ভয়ঙ্কর খেলায় মাতলেন তিনি? কেনই বা ওই তাণ্ডব চালিয়ে আত্মঘাতী হলেন তিনি?সব প্রশ্নেরই উত্তর এখনও মার্কিন পুলিশের অজানা। আর জানা যাবেই বা কী করে!  আসল লোকটাই যে নিজেকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছেন।   

মার্কিন পুলিশ সুত্রের খবর,  রবিবার সকালে আমেরিকার ক্যালিফোর্নিয়ার (California) মন্টেরে পার্কে হু ক্যান ট্র্যান (Huu Can Tran) নামে ওই বৃদ্ধ বন্দুকবাজের গুলিতে ১০ জন মারা গিয়েছেন। জখমও (injured) হয়েছেন জনাদশেক লোক। গুলি চালানোর পর একটি ভ্যানে (van) করে ট্র্যান যখন পালাচ্ছেন, তখন পুলিশ চারদিক থেকে তাঁকে ঘিরে ফেলে। পালানোর আর কোনও রাস্তা না পেয়ে ভ্যানের মধ্যেই গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি। ভ্যানেই লুটিয়ে পড়েন ট্র্যান। তাঁর শরীরে একটি গুলির ক্ষত পাওয়া গিয়েছে। ঘটনাস্থলেই নিয়ে আসা হয় চিকিৎসকদের। তাঁরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: Tamil Nadu Crane Crash: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ক্রেন, শিশু সহ আহত ৯, মৃত ৪ 

নিহতদের পরিবার এবং আহতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাঁরা ট্র্যানকে কোনও ভাবে চিনতেন কি না। এই ঘটনায় তাঁর সঙ্গে আরও কেউ ছিল কি না, ক্যালিফোর্নিয়ার পুলিশ তাও খতিয়ে দেখছে। মৃতের পরিবার বা অন্য আত্মীয়স্বজনদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।   

গুলিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমেরিকার জাতীয় পতাকা সোমবার অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। 

বন্দুকবাজের হামলা মার্কিন মুলুকে প্রথম নয়। এর আগেও এ ধরণের বহু ঘটনা ঘটেছে। টেক্সাসে গত বছরের মে মাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে এক বন্দুকবাজ ২১ জনকে হত্যা করে।  
গান ভায়োলেন্স সংরক্ষণাগারের ওয়েবসাইট অনুসারে,  গত বছর গণহারে গুলি চালানোর ৬৪৭টি ঘটনা ঘটেছে আমেরিকায়। পাশাপাশি ৪৪ হাজারেরও বেশি মানুষ গুলিতে প্রাণ হারিয়েছেন। তার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল আত্মহত্যার ঘটনা।

RELATED ARTICLES

Most Popular