skip to content
Tuesday, July 2, 2024

skip to content
HomeদেশBengaluru | মুম্বই হামলার ধাঁচে বেঙ্গালুরুতে জঙ্গি নাশকতার ছক ফাঁস

Bengaluru | মুম্বই হামলার ধাঁচে বেঙ্গালুরুতে জঙ্গি নাশকতার ছক ফাঁস

Follow Us :

বেঙ্গালুরু: মুম্বই হামলার ধাঁচে বেঙ্গালুরুতে জঙ্গি নাশকতার ছক ফাঁস। গ্রেফতার ৫ সন্দেহভাজন জঙ্গি। শহরের গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক বিস্ফোরণের ছক কষেছিল তারা। সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দারা নাশকতার আগেই তাদের ধরে ফেলে বড়সড় হামলার হাত থেকে বাঁচালেন শহরকে। গ্রেফতার হওয়া জঙ্গিদের জুনেইদ, সোহেল, উমর, মুদাসির এবং জাহিদ। 

জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। সিসিবি সূত্র জানিয়েছে, এদের কয়েকজন রাস্তার মস্তান ছিল। কিন্তু বিভিন্ন অপরাধে জেল খাটার সময় ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। এরা বেঙ্গালুরুর বুকে মুম্বই হামলার ধাঁচে হামলার ছক কষেছিল বলে গোয়েন্দারা জানিয়েছেন। তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল বাজেয়াপ্ত করে বেশ কিছু ফোন নম্বরের হদিশ মিলেছে। সেই নম্বরগুলি কোথাকার, কে বা কারা তাদের নির্দেশ দিত এবং বিস্ফোরক তারা কোথা থেকে পেল সেসব জানার চেষ্টা চলছে।

সিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ৫ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এরা প্রত্যেকেই ২০১৭ সালের একটি খুনের মামলায় অভিযুক্ত। জেলবন্দি থাকার সময় তারা কট্টরপন্থীদের সংস্পর্শে আসে। জেল থেকে বেরিয়ে তাদের তালিম নেয়। বিস্ফোরক মজুত ও ব্যবহারের প্রশিক্ষণ পেয়েছে এই পাঁচ জঙ্গি। তাদের জেরা করে আরও কারা এর সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা করছে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular