skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeকলকাতাপুজোয় ক্লাবের অনুদান ৬০ থেকে বেড়ে ৭০ হাজার টাকা

পুজোয় ক্লাবের অনুদান ৬০ থেকে বেড়ে ৭০ হাজার টাকা

Follow Us :

কলকাতা: পুজো কমিটির অনুদান এবার ৬০ থেকে বেড়ে ৭০ হাজার টাকা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুতের বিলেও থাকছে বিপুল ছাড়। দিতে হবে মাত্র এক চতুর্থাংশ। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির বৈঠকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করে বলেন, আপনারা ভালো ভাবে পুজো করুন, সুন্দর করে পুজো করুন। রাজ্য সরকার সব রকমের সাহায্য করবে।

মুখ্যমন্ত্রী জানান, বিভিন্ন সরকারি দফতরও তাদের কাজের খতিয়ান উল্লেখ করে পুজে কমিটিগুলিকে হোর্ডিং দেবে। এই বাবদে কমিটিগুলি বাড়তি টাকা পাবে। তিনি বলেন, রাজ্য সরকার প্রচুর উন্নয়নের কাজ করেছে। প্রচারও দরকার। এর মাধ্যমে সেই প্রচার অনেকটাই করা সম্ভব হবে। রাজনৈতিক মহল বলছে, আগামী বছর লোকসভা ভোট। সেই ভোটকে সামনে রেখেই এবার পুজো কমিটিগুলোকে হোর্ডিং-এর বিজ্ঞাপন বাবদ বাড়তি টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করল তৃণমূল সরকার।

আরও পড়ুন: ব়্যাগিং রুখতে হেল্পলাইন নম্বর চালু রাজ্য সরকারের

পুজো কমিটিগুলিকে সরকার কেন টাকা দেবে, তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছিল। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। কিন্তু সেই অনুদান নিয়ে আদালত হস্তক্ষেপ করতে চায়নি। এদিন মমতা বলেন, আমি জানি এখানে অনেক আরশোলা আছে। তারা এই নিয়েও মামলা ঠুকে দিতে পারে। আরে, আমি টাকা দিয়ে ক্লাবগুলিকে কিনতে যাই না। অনেকে বলে, ইমাম, মোয়াজ্জেম, পুরোহিতদের কেন ভাতা দেওয়া হবে? তাঁরা অনেক করেন। কোথাও দাঙ্গা হলে, ইমামরা মসজিদ থেকে বার্তা দিয়ে দাঙ্গা থামান। মহাজ্জেমরাও ইমামদের সাহায্য করেন। ইমাম-মোয়াজ্জেদের মতো পুরোহিতদের মধ্যেও অনেক গরিব রয়েছেন। সবাই তো আর বড়লোক নন। 

মুখ্যমন্ত্রী বলেন, আমরা প্রথমে ক্লাবগুলিকে ২৫ হাজার টাকা অনুদান দিই। করোনার সময় তা বাড়িয়ে ৫০ হাজার করি। গত বছর সেই টাকা বাড়িয়ে ৬০ হাজার করেছি। এরপরই তিনি পুজো কমিটিগুলির উদ্দেশে প্রশ্ন করেন এবার তাহলে টাকাটা কমিয়ে অর্দ্ধেক করে দিই। কী বলেন আপনারা? স্টেডিয়াম থেকে আওয়াজ ওঠে, কমালে চলবে না। শেষে অনুদান বাড়িয়ে ৭০ হাজার টাকা করা হল বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হল জুড়ে প্রবল হাততালি পড়ে। 

RELATED ARTICLES

Most Popular