skip to content

skip to content
Homeরাজ্যPartha Chatterjee: পঞ্চায়েত ভোটে কোন দল জিতবে জানিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়

Partha Chatterjee: পঞ্চায়েত ভোটে কোন দল জিতবে জানিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়

Follow Us :

কলকাতা: দল তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেও বা তৃণমূল মহাসচিবের (Secretary Genaral) পদ থেকে অপসারিত করলেও তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকছেন তা সোমবার ফের স্পষ্ট করে দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ফের মুখ খুললেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী শোনা গেল তাঁর মুখে। পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন এবারের পঞ্চায়েত ভোটে জয়ী হবে তৃণমূলই।

কোর্ট লকআপ থেকে আদালতে ঢোকার সময় যা ঘটল তার কিছুটা বিবরণ-

সাংবাদিকদের প্রশ্ন: পঞ্চায়েত ভোটে কে জিতবে?

পার্থ চট্টোপাধ্যায়: ‘তৃণমূল, তৃণমূল’ 

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁর নাম জড়ানোর পর তৃণমূলের মহাসচিব পদ থেকে পার্থকে অপসারিত করেছে দল। সিবিআই তাঁকে গ্রেফতারও করেছে। তার পর থেকে হাজতেই দিন কাটছে । সোমবার তাঁর বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। তাই আবার আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে (Education Minister)।

আরও পড়ুন: Mamata Sunderbon: মুখ্যমন্ত্রী সুন্দরবনকে কী উপহার দেন, তার দিকে তাকিয়ে এলাকাবাসী 

আদালতে গাড়ি থেকে নামার পর পার্থের দিকে বরাবরের মতো একের পর এক প্রশ্নবাণ ছুড়ে দেন সাংবাদিকরা। তখন তিনি কোনও প্রশ্নের উত্তর দেননি। পরে আদালতের লকআপ থেকে তাঁকে কোর্টরুমে যখন নিয়ে যাওয়া হচ্ছিল ফের এক বার প্রশ্নের মুখোমুখি হন পার্থ। তাঁকে জিজ্ঞেস করা হয়, পঞ্চায়েত ভোটে কে জিতবে? স্বল্প কথায় জবাব দেন তিনি। বলেন,”তৃণমূল, তৃণমূল” (AITC)।

দলের পদ থেকে অপসারণ করা হলেও তিনি যে দলের পাশেই আছেন, সোমবার আলিপুর আদালতে আরও এক বার সেই বার্তাই স্পষ্ট করে দিলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা! এর আগেও তিনি বুঝিয়ে দিয়েছিলেন, দল তাঁর পাশে না থাকলেও তিনি তৃণমূলের সঙ্গেই রয়েছেন। পঞ্চায়েত ভোট প্রসঙ্গেও একই বক্তব্য শোনা গেল প্রাক্তন শিল্পমন্ত্রীর বয়ানে। শীর্ষ নেতৃত্ব অবশ্য বারবার স্পষ্ট করে দিয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলাই আপাতত নিরাপদ অবস্থান। কিন্তু তিনি যে নিজের বক্তব্যে অবিচলিত থাকছেন তা সপ্তাহের প্রথম দিনে স্পষ্ট করে বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক (MLA)।

RELATED ARTICLES

Most Popular