Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকচালু হল কলম্বিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, আশার আলো দেখছে ভেনেজুয়েলা

চালু হল কলম্বিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, আশার আলো দেখছে ভেনেজুয়েলা

Follow Us :

প্রায় তিন বছর ধরে বন্ধ থাকা প্রতিবেশী দুই দেশের মধ্যে কৃটনৈতিক সম্পর্ক আবার চালু করতে উদ্যোগী হল ভেনেজুয়ালা আর কলম্বিয়া। শুক্রবার লাতিন আমেরিকার এই দুই দেশের তরফে ঘোষণা করা হয় তাঁরা সেপ্টেম্বরের শেষের দিকে প্রায় দু হাজার কিলোমিটার সীমান্তবর্তী এলাকা প্রতিবেশী রাষ্ট্রে যতায়াতের জন্য খুলে দেওয়া হবে। একইসঙ্গে চালু হবে বন্ধ থাকা বানিজ্যিক উড়ান। 

পাশাপাশি দুই দেশের বন্ধ থাকা দূতাবাসও খুলে্ দেওয়া হচ্ছে। প্রস্তুতি নেওয়া হচ্ছে যৌথ সামরিক মহড়া-র। ২০১৯ সালে কলম্বিয়ার সঙ্গে সমস্ত কূটনেতিক সম্পর্ক বন্ধ করে দিতে বাধ্য হয় ভেনেজুয়েলা। কারণ সে দেশে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত সমাজতন্ত্রী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-র সরকারকে স্বীকৃতি দিতে রাজি হয়নি কলম্বিয়া। আমেরিকার মত আরও কয়েকটি পশ্চিমী রাষ্ট্রের সঙ্গে কলম্বিয়ার এই অবস্থান জানার পরে পাল্টা কড়া ব্যবস্থা নেয় ভেনেজুয়েলা। বন্ধ হয়ে যায় দুদেশের দূতাবাস, প্রায় দুহাজার কিলোমিটার সীমান্ত এলাকা সিল করে দেওয়া হয়। একইসঙ্গে বন্ধ হয় বানিজ্যিক উড়ান। 

এই কূটনৈতিক অচলাবস্থার ফলে সব থেকে বেশি বিপাকে পড়ে ভেনেজুয়েলা। কারণ কলম্বিয়ার পাশাপাশি আরও বেশ কিছু দে্শের সঙ্গে বানিজ্যিক উড়ান বন্ধ হয়ে যায়। যার জেরে দেশের আয়ের মূল মাধ্যম জ্বালানি তেলের রফতানি আটকে যাওয়ায় আন্তর্জাতিক বিমান সংস্থাগুলির কাছে ঋণের বোঝা বেড়ে প্রায় ৩৮০০ কোটি ডলার ছাপিয়ে যায়। বন্ধ হয়ে যায় অধিকাংশ আন্তর্জাতিক উড়ান। অবশ্য আপাতত খানিকটা স্বস্তিতে ভেনেজুয়েলা। কারণ কলম্বিয়ার ক্ষমতাসীন বামপন্থী নেতা গুস্তাভো পেত্রো আর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে আলোচনার ভিত্তিতে যাবতীয় দূরত্ব কেটে গিয়েছে। 

শুক্রবার নিকোলাস মাদুরো টুইট করে জানিয়েছেন, আগামী ২৬ সেপ্টেম্বর আমরা প্রতিবেশী দুই দেশের সীমান্ত এলাকা থুলে দেব। চালু হবে বানিজ্যিক উড়ান। একই কথা টুইট করে জানিয়েছেন গুস্তাভো পেত্রো। তাঁর টুইটে ওই বামপন্থী নেতার দাবি, দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত করতে প্রতিজ্ঞাবদ্ধ কলম্বিয়া। বেশ কিছুদিনের আর্থিক দুরবস্থা কাটিয়ে আপাতত আশার আলো দেখছে ভেনেজুয়েলা।                                       

RELATED ARTICLES

Most Popular