Placeholder canvas

Placeholder canvas
Homeদেশসুদীপ ক্যারিশমায় আগরতলায় ম্লান বিজেপি, ফল বেরোতেই কংগ্রেস কার্যালয়ে গেরুয়া তাণ্ডব

সুদীপ ক্যারিশমায় আগরতলায় ম্লান বিজেপি, ফল বেরোতেই কংগ্রেস কার্যালয়ে গেরুয়া তাণ্ডব

Follow Us :

আগরতলা: উপনির্বাচনে খাসতালুকে ধাক্কা খেল বিজেপি। রাজ্যের রাজধানী আগরতলাতে গদি হারাতে হল নরেন্দ্র মোদি, অমিত শাহ, বিপ্লব দেবের বিজেপিকে। তারা হারলেন মাত্র কয়েকমাস আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যাওয়া সুদীপ রায়বর্মনের কাছে। তিন হাজারের বেশি ভোটে আগরতলা হাতছাড়া হতেই সন্ত্রাসের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। কংগ্রেসের প্রধান কার্যালয় ভাঙচুর হল। মাথা ফাটল প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার। যদিও এই হামলার অস্বীকার করেছে বিজেপি।

রবিবার ত্রিপুরার চার কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশিত হয়। প্রত্যাশিতভাবেই তিনটি আসনে জিতেছে বিজেপি। কিন্তু চমক অবশ্যি আগরতলা। সরকারে থাকা দল, যারা মাসকয়েক আগের পুরসভা নির্বাচনেও জয়ী হয়েছে, সেই বিজেপি গদি হারাল আগরতলা থেকে। আগরতলার ফল সামনে আসার পরই অনেকে বলছেন, ফল যে ভালো হবে না, তা আগেই আঁচ করেছিলেন গেরুয়া নেতারা। আর তাই মানিক সাহার মত মুখ্যমন্ত্রীকে আগরতলায় দাঁড় করানোর সাহস দেখায়নি তারা।

আগরতলা কেবল রাজধানী নয়, ত্রিপুরার সবচেয়ে এগিয়ে থাকা শহরও বটে। যদি এতটাই আত্মবিশ্বাস থাকত, তাহলে মানিক সাহাকে প্রার্থী করত বিজেপি। সুদীপের মত জেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে জিততে পারলে মানিকের গ্রহণযোগ্যতাও বাড়ত দলে। যে গ্রহণযোগ্যতাকে সামনে রেখে ২৩-এর ভোট বৈতরণী পার হওয়া সুবিধে হত বিজেপির। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কর্মকাণ্ড, তাঁর একাধিক পদক্ষেপ দলের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। এই বিপ্লবের বিরুদ্ধেই একাধিক অভিযোগ তুলেই দল ছেড়েছিলেন সুদীপ।

আরও পড়ুন: Lok Sabha Bypoll Result: পঞ্জাবে আপ মুখ্যমন্ত্রীর খাসতালুকে জয় অকালির, উত্তরপ্রদেশে চাপে অখিলেশ

চারটির মধ্যে তিনটি কেন্দ্রে বিজেপি জিতেছে ঠিকই, কিন্তু সরকারে থাকা একটি দলের ক্ষেত্রে এই জয় কি আশাপ্রদ? বিপ্লব দেবের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। তার পর তাঁকে সরিয়ে মুখ্যমন্ত্রী করা হয় মানিক সাহাকে। কিন্তু খোদ আগরতলায় হারের পর কীভাবে ২৩-এর ব্লুপ্রিন্ট সাজাবেন মানিক, এটাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ।

RELATED ARTICLES

Most Popular