skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeখেলাWorld Cup Qualifier 2023 । Zimbabwe | বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে...

World Cup Qualifier 2023 । Zimbabwe | বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে একের পর এক রেকর্ড জিম্বাবোয়ের

Follow Us :

হারারে: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সেরা ছন্দে দিচ্ছে জিম্বাবোয়ে (Zimbabwe)। ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হারানোর পর এবারে ইউএসএ (U.S.A)-কে উড়িয়ে দিল জিম্বাবোয়ে। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের জন্য চারশো রানের গণ্ডি পার করলো জিম্বাবোয়ে। একইসঙ্গে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক বড় জয় ছিনিয়ে নিল জিম্বাবোয়ে।  যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৩০৪ রানে জয় ছিনিয়ে নিলেন সিকন্দর রাজারা। 

প্রথমে ব্যাট করতে নেমে ৪০৮ রান তোলে জিম্বাবোয়ে। জবাবে ১০৪ রানে অল আউট হয়ে যায় যুক্তরাষ্ট্র। জিম্বাবোয়ের সিন উইলিয়ামস ১০১ বলে ১৭৪ রানের ইনিংস খেলেন। মারলেন ২১টি চার এবং ৫টি ছয়। স্ট্রাইক রেট ১৭২.২৮। এছাড়া সিকন্দর রাজা ৪৮ (২৭ বল) এবং রিয়ান বার্ল করেন ৪৭ (১৬ বল) রান। 

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০৪ রানে শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। তিনজন ব্যাটার ছাড়া বাকি ব্যাটারদের রানসংখ্যা ডবল ডিজিট স্পর্শ করেনি। জিম্বাবোয়ের বোলারদের মধ্যে রিচার্ড এবং সিকন্দর নেন ২টি করে উইকেট। অনবদ্য ইনিংস খেলার জন্য ম্যাচের সেরা হন জিম্বাবোয়ের সিন উইলিয়ামস। 

RELATED ARTICLES

Most Popular