Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলBB cream: বিবি ক্রিম ত্বকের জন্য আদৌ উপকারী?

BB cream: বিবি ক্রিম ত্বকের জন্য আদৌ উপকারী?

Follow Us :

বিউটি ওয়ার্ল্ডের অন্যান্য প্রসাধনীকে ছাপিয়ে বর্তমানে তুঙ্গে বিবি ক্রিম ও সিসি ক্রিমের জনপ্রিয়তা।  ত্বকের যত্ন নিতে কিংবা মেকআপে এই একটা ক্রিমই যথেষ্ট।  এক কথায় টাকা, সময়, ব্যাগের ভিতরের জায়গা সব কিছুই সাশ্রয় করে এই বিবি ও সিসি ক্রিম।

বিবি আর সিসি ক্রিম কি?

এই বিবি ক্রিম(bb cream) বা সিসি ক্রিম(cc cream) কোন কোন  উপকরণ দিয়ে তৈরি তার ওপর নির্ভর করে এগুলো প্রাইমার(primer), কনসিলার(concealer), ফাউন্ডেশন(foundation), হাইলাইটার(highlighter), ময়শ্চারাইজার(moisturiser), ম্যাট লুক(matte look) পেতে,  এমনকি সানস্ক্রিন(sunscreen) হিসেবে কতটা কার্যকরী। মেকআপে এই বিবি বা সিসি ক্রিম বেশ কাজে দেয়। তবে ত্বকের জন্য এই ক্রিমগুলো কতটা উপকারী তা নির্ভর করছে এই ক্রিমগুলোতে কোন ধরনের উপকরণ ব্যবহার করা হয়েছে।

বিবি ক্রিম

বিবি ক্রিম(bb cream) একধরনের মেকআপ সামগ্রী। এই বিবি হল বিউটি বাম(beauty balm) বা ব্লেমিশ বাম (blemish balm)। এটা মুখে মাখলে একটা শিয়ার কভারেজ(sheer coverage) দেয় যার ফলে ত্বকের দাগছোপ ঢাকা পড়ে যায়। মেকআপ করার ঝক্কি পোয়াতে হয় না। তবে যে কোনও বিবি ক্রিমের সব থেকে বড় সুবিধে হল এটা ড্রাই স্কিনের(dry skin) জন্য ভীষণ উপকারী। ত্বকের আর্দ্রতা বজায় রাখে। তবে বিবি ক্রিমে(bb cream) ব্র্যান্ড হিসেবে এসপিএফ আলাদা আলাদা থাকে। তাই কেনার সময় দেখে নেবেন যাতে এসপিএফ(SPF) অন্তত ৩০-র ওপরে থাকে।

এসপিএফ ফ্যাক্টরের মতো বিবি ক্রিমের(bb cream) উপকরণেও বিস্তর ফারাক থাকে। তবে বিবি ক্রিম মানেই এই উপকরণগুলি থাকবে-

স্কিন প্রোটেক্ট্যান্ট(Skin protectant): ভিটামিন(vitamin), অ্যান্টিঅক্সিডেন্ট(antioxidant)

ময়শ্চারাইজার(moisturiser): যেমন হায়ালিউরোনিক অ্যাসিড(hyaluronic acid), গ্লিসারিন(glycerin), প্যান্থেনল(panthenol) ও সিরামাইডস(ceramides)

মিনারেল এসপিএফ(mineral spf): যেমন জিঙ্ক অক্সাইড(zinc oxide), টাইটেনিয়াম অক্সাইড(titanium oxide)

ব্রাইটনার(brightener): যেমন নিয়াসিনামাইড(niacinamide), লিকোরিস রুট(licorice root)

স্কিন ফার্ম এজেন্ট(skin firm agent): যেমন পেপটাইডস(peptides), হাইড্রোলাইজড কোলাজেন(hydrolised collagen) ইত্যাদি।

বিবি ক্রিমের নামেই আছে বিউটি বাম, এই বিবি ক্রিম ফাউনডেশনের তুলনায় বেশ হালকা।  মুখে দাগছোপ বেশি থাকলে কিংবা ত্বক একেবারে বিবর্ণ হয়ে গেলে তা ঢাকতে মেকআপ করার সময় ফাউনডেশন ব্যবহার করলে বিবি ক্রিমের তুলনায় ভাল ফল পাবেন। ফাউনডেশন ম্যাক্সিমাম কভারেজ দেয়।

(ছবি সৌ: Unsplash)

RELATED ARTICLES

Most Popular