Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলJelar Durga Puja 2022: এবার অযোধ্যার রাম মন্দির ধূপগুড়িতে

Jelar Durga Puja 2022: এবার অযোধ্যার রাম মন্দির ধূপগুড়িতে

Follow Us :

অযোধ্যার রাম মন্দিরের নকশার অনুকরণে এবার মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের তাক লাগিয়ে দিতে চাইছে উত্তরায়ন কালচারাল অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের পুজো কমিটি। নকশার মতো একেবারে নিঁখুত হয়ত হবে না তবে অল্প সময় ও তাদের সাধ্যমত এই মণ্ডপ সাজিয়ে তোলার চেষ্টা করেছেন শিল্পী   দেবু পাল। মণ্ডপের ভেতরটা কাঁচের তৈরি। অভিনবত্ব রয়েছে প্রতিমার রূপেও।

 

পুজো শুরুর আগে জোর কদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। উচ্চতায় প্রায় ৯৮ ফুট ও চওড়ায় ১২০ ফুট তৈরি করা হয়েছে। একদিকে করোনা আবহাওয়া কাটিয়ে তোলার আনন্দ ও শারদোত্সবের উন্মাদনা এরই মধ্যে ৫০তম বর্ষে পদার্পন করেছে উত্তরায়ন কালচারাল অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের এই পুজো। এই সব মিলিয়ে বাইসের দুর্গাপুজোয় কোনও খামতি রাখতে চান না পুজো উদ্যোক্তারা।      

RELATED ARTICLES

Most Popular