skip to content
Monday, June 17, 2024

skip to content
Homeলাইফস্টাইলOmicron: তেলেঙ্গানায় ফের চার আক্রান্তের হদিশ, দেশে ওমিক্রন বেড়ে ২০৪

Omicron: তেলেঙ্গানায় ফের চার আক্রান্তের হদিশ, দেশে ওমিক্রন বেড়ে ২০৪

Follow Us :

হায়দরাবাদ: ওমিক্রন  (Omicron) নিয়ে গতকালই স্বাস্থ্যমন্ত্রক থেকে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিক অঞ্চলগুলিকে সতর্কতা করা হয়েছে৷ তারপরের দিন বুধবার তেলেঙ্গানায় নতুন চার ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল৷ গত কয়েকদিনে সেরাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা (Covid19) ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে৷ বুধবারের চার আক্রান্তকে নিয়ে রাজ্যে মোট ২৪ জন ওমিক্রন আক্রান্তের চিকিৎসা শুরু করা হয়েছে৷ সূত্রের দাবি, ওমিক্রন আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে৷ কারণ, তাঁদেরও করোনাবিধি মেনে হোমআইসোলেশনে থাকার পাশাপাশি করোনা পরীক্ষা করা হবে৷

এ দিকে নতুন চারজনকে নিয়ে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২০৪ হয়েছে৷ দেশের বেশ কয়েকটি এলাকায় সংক্রমণ আচমকা ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে (Omicron India) সতর্ক করে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।  কারণ, ‘বিটা’, ‘ডেল্টা’-র পর এখন বিশ্বে নতুন আতঙ্কের নাম ‘ওমিক্রন’ । ১৫ বার মিউটেশনে সক্ষম করোনা ভাইরাসের এই নয়া ভ্যারিয়েন্ট (Omicron India) ইতিমধ্যে বিশ্বে বহু দেশে থাবা বসিয়েছে।

ওমিক্রন নিয়ে রাজ্য সরকারগুলি বেশি তৎপরতা দেখালেও কেন্দ্রের বক্তব্য, করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়েও অবহেলা করলে চলবে না। দেশের নানা প্রান্তে এই ভ্যারিয়েন্ট রয়েই গিয়েছে। এ দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।  টেস্টিং, ট্রেসিং, আইসোলেটিং ছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে কি না, সে বিষয়ে নজরদারি চালাতে হবে। জনবহুল এলাকাগুলিতে ভিড় নিয়ন্ত্রণে উপযুক্ত পদক্ষেপ করার কথাও বলা হয়েছে। 

 অন্য দিকে ওমিক্রনের (Omicron) বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ নিল আমেরিকার জো বাইডেন (Joe Biden) সরকার৷  সরকারি প্রতিষ্ঠান ছাড়াও সাধারণ নাগরিক যাতে বাড়িতে বসেই করোনা পরীক্ষা করতে পারেন তার জন্য ‘কিট’ পাঠাবে সরকার৷ মঙ্গলবারই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (President Joe Biden) এ কথা জানিয়েছেন৷ তিনি বলেন, ‘করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে লড়তে দেশের ৫০০ মিলিয়ন নাগরিকদের বাড়িতে টেস্ট কিট পৌঁছে দেওয়া হবে৷ একই সঙ্গে হাসপাতালের পরিকাঠামো-পরিষেবার সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে৷ টিকাদানে গতি বাড়ানো হবে৷’

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
BJP | ঠাঁই হল না দলবদলুদের সংঘের চাপে, ভোট প্রার্থী আদি বিজেপি?
00:00
Video thumbnail
লোকসভায় জোর ধাক্কা, হতোদ্যম বঙ্গ বিজেপি, প্রার্থীতালিকায় নেই চমক, সংঘের চাপে প্রার্থী আদি বিজেপি?
00:00
Video thumbnail
Sukanta | Kanchenjunga Express | কী করে হলো দুর্ঘটনা? দায়ী কে? শুনুন সুকান্ত মজুমদারের বক্তব্য
00:00
Video thumbnail
Mamata Banerjee | ভাড়া বাড়িয়ে যাচ্ছে, সুরক্ষায় নজর নেই! বিজেপিকে জোর ধাক্কা মমতার
00:00
Video thumbnail
N. Chandrababu Naidu | BJP | স্পিকার পদ বিজেপির, জোটের হাতে ডেপুটি? বিরাট ঝড়ের মুখে এনডিএ?
00:00
Video thumbnail
Kanchenjunga Express | Sukanta Majumder | রেল দুর্ঘটনায় পাশে দাঁড়ানোর রাজনীতি? এগিয়ে কোন দল?
00:00
Video thumbnail
Sukanta Majumder | Railway | শকুনের নজর ভাগাড়ে, বিরোধীর নজর রাজনীতিতে, রেল দুর্ঘটনায় এ কী মন্তব্য?
00:00
Video thumbnail
Kanchenjunga Express | কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা বাতিল বহু ট্রেন দেখে নিন তালিকা
00:00
Video thumbnail
Kanchanjunga Express | উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী-রাজ্যপাল উড়ানে কি দেখা হবে মমতা-আনন্দ বোসের?
00:00
Video thumbnail
Train Accident | ১২ মাসে ৪টি ভয়াবহ দুর্ঘটনা , কতটা সুরক্ষিত রেলযাত্রা ?
00:00