Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলHair care & Argan Oil: প্রাণহীন চুলের হাল ফেরাতে মাথায় মাখুন আর্গান...

Hair care & Argan Oil: প্রাণহীন চুলের হাল ফেরাতে মাথায় মাখুন আর্গান অয়েল

Follow Us :

সপ্তাহন্ত বলে কথা! এই তো সময় নিজের যত্ন নেওয়ার। ভাবছেন জমিয়ে একটা চাম্পি হলে দারুণ হয়?  একদিকে প্রচণ্ড গরম, ঘাম তার সঙ্গে পাল্লা দিয়ে পরিবেশ দূষণ।  তাই চুলের হারানো জৌলুস ফিরে পেতে তেল মালিশের থেকে ভাল কিছু আর নেই। এক্ষেত্রে অধিকাংশের প্রথম পছন্দ নারকেল তেল। অনেকে আবার দু-তিন রকমের তেল মিশিয়েও মাথায় লাগান। তবে জানেন কি আপনার রুক্ষ প্রাণহীন চুল নিমেষে প্রাণবন্ত করে তুলতে নারকেল তেলকেও হার মানাবে আর্গান অয়েল। কীভাবে এই সোনালী তেলের ব্যবহার করলে পাবেন সব থেকে বেশী লাভ জেনে নিন-

আর্গান অয়েল দিয়ে বানিয়ে ফেলুন কন্ডিশনিং মাস্ক

উপকরণ

  • নারকেল তেল- ৩ টেবিলচামচ
  • আর্গান অয়েল- ২ টেবিলচামচ
  • অ্যালোভেরা জেল- ১/২ টেবিলচামচ

দেখে নিন কীভাবে বানাবেন মাস্ক

একটি পাত্রে এই তিনটি উপকরণ নিয়ে ভাল করে মিশিয়ে মাস্ক বানিয়ে নিন। এবার এই মাস্ক ভাল করে চুলে মালিশ করুন যাতে এতে থাকা ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড ফ্রিজি, শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুলে পুষ্টি ও আর্দ্রতার ঘাটতি মিটিয়ে চুলে হারানো জৌলুস ফিরিয়ে আনে।

স্টাইলিং হিরো

কোকড়ানো কিংবা ফ্রিজি হেয়ার, চুলের ধরন যাই হোক না কেন, আর্গান অয়েল যুক্ত হেয়ার স্টাইলিং প্রোডাক্ট ব্যবহার করলে ভাল ফল পাবেন। আর্গান অয়েল চুলের রুক্ষ কিংবা ফ্রিজি ভাব কমিয়ে চুলের জৌলুস বাড়িয়ে তুলবে কয়েকগুণ।

স্প্লিট এন্ড ট্রিটমেন্ট

পুষ্টির অভাব সহ একাধিক কারনে শুষ্ক হয়ে দু মুখো হয়ে যায় চুল। তাই চুলের স্বাস্থ্য ফেরাতে মাথায় মাখুন  আর্গান অয়েল। এই আর্গান অয়েল চুলের গোড়ায় পৌঁছে কিউটিকেল মজবুত করে। এর ফলে চুল সহজে ভঙ্গুর কিংবা দুমুখো হয়ে পড়ে না।

(ছবি সৌ: Unsplash)

RELATED ARTICLES

Most Popular