কলকাতা টিভি ওয়েবডেস্ক: অবশেষে আত্মজীবনী লিখতে চলেছেন বর্তমান সময়ের অন্যতম বিশিষ্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। চলতি মাস জুলাইতেই পেঙ্গুইন রেন্ডম হাউস প্রকাশনা সংস্থার দ্বারা ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড’ নামে তাঁর আত্মজীবনী প্রকাশ পেতে চলেছে।
সেখানে তিনি বাংলাদেশে তাঁর দাদু-ঠাকুর্দাদের কথা তুলে ধরেছেন। সেইসঙ্গে শান্তিনিকেতনে বাবা-মায়ের তত্ত্বাবধানে তাঁর বেড়ে ওঠা, তারপর কলকাতায় প্রথমবারের মতো অর্থনীতি নিয়ে পড়তে আসা। কীভাবে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নাম ‘অমর্ত্য’ রেখেছিলেন, সেই বিষয়টিও তিনি তুলে ধরেছেন তাঁর আত্মজীবনীতে। কলকাতায় অর্থনীতি নিয়ে পড়াশোনার পর তিনি উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন ব্রিটেনের কেমব্রিজের ট্রিনিটি কলেজে। সেখানে ছাত্রাবস্থায় তাঁর মধ্যে কার্ল মার্ক্স এবং বিশিষ্ট অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনসের চিন্তাধারার দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন তিনি।
পাশাপাশি এই বইতে বাংলার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিকটিও অন্বেষণ করেছেন তিনি। হিন্দু-মুসলিম বিদ্বেষের নেপথ্যে রাজনৈতিক প্ররোচনার বিষয়টিকে দায়ী করেছেন তিনি। আবার ১৯৪৩ সালে বাংলার দুর্ভিক্ষের সাক্ষী ছিলেন। সেই সময় ব্রিটিশ বিরোধিতার জন্য তাঁর পরিবারের সদস্যদের কারাবরণের কথাও তুলে ধরেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ।
ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অধ্যায়েটি তাঁর লেখা বইয়ের প্রধান অংশ। এখানে তিনি লিখেছেন, ব্রিটেনের অন্যতম বৌদ্ধিক ভিত্তি ‘গেটস অফ ট্রিনিটি’। এখানে আসার পঁয়ত্রিশ বছর পরে তিনি মাস্টার্স হয়েছিলেন বলে জানিয়েছেন।