কলকাতা: এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহার জেলা থেকে। প্রথম স্থানাধিকারীর নাম চন্দ্রচূড় সেন। সে রামভোলা হাইস্কুলের ছাত্র। সে ৬৯৩ নম্বর পেয়েছে। দ্বিতীয় হয়েছে সাম্যপ্রিয় গুরু। সে ৬৯২ নম্বর পেয়েছে। পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র। তৃতীয় স্থানাধিকারী হয়েছে তিন জন। তৃতীয় উদয়ন প্রসাদ বালুরঘাট হাই স্কুলের ছাত্র। পুষ্পিতা বাসুরি, ইল্লামবাজার স্কুলের ছাত্রী। নৈঋত রঞ্জন পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৯১। মাধ্যমিকের প্রথম দশের মেধা তালিকায় ব়্যাঙ্কে আছে ৫৭ জন পরীক্ষার্থী। গতবছরের তুলনায় বেড়েছে পাশের হার। মাধ্যমিকে পাশের হারে সর্বোচ্চ কালিম্পং জেলা। এবছর ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন ৬০ শতাংশ ও তার বেশি নম্বর পয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফল ঘোষণা করে মাধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় ফল প্রকাশ হয়েছে।
পরীক্ষার ফল জানা যাচ্ছে www.wbbse.wb.gov.in এবং wbresults.nic.in এই দুটি ওয়েবসাইটে। স্কুলগুলি মার্কশিট পাবে বিভিন্ন ক্যাম্প অফিস থেকে। ওয়েবসাইটে রোল নম্বর, জন্ম তারিখ দিয়ে পরীক্ষার্থীরা ফল জানতে পারছে। পরীক্ষা শুরু হয়েছিল এবছর ২ ফেব্রুয়ারি থেকে। তা চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৬৭৫টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। সকাল ১০টার পরে নিজের স্কুল থেকে মাধ্যমিকের মার্কশিট সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা। উল্লেখ্য, ২০২৩ সালে মাধ্যমিকে পাশের হার ছিল ৮৬.১৫ শতাংশ।