Placeholder canvas

Placeholder canvas
HomeদেশTwitter Blue Tick | রাজনীতিবিদ বলিউড তারকা থেকে ক্রিকেটার, সবার টুইটার থেকে...

Twitter Blue Tick | রাজনীতিবিদ বলিউড তারকা থেকে ক্রিকেটার, সবার টুইটার থেকে উধাও ‘ব্লু টিক’!

Follow Us :

নয়াদিল্লি: অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), শাহরুখ খান (Shah Rukh Khan), রাহুল গান্ধী (Rahul Gandhi), যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) থেকে বিরাট কোহলি (Virat Kohli), রাতারাতি সবার টুইটার (Twitte) থেকে উধাও ‘ব্লু টিক’ (Blue Tick)! টাকা লনা দেওয়ায় শুক্রবার রাজনীতিবিদ থেকে শুরু বলিউডের তাবড় তাবড় তারকা সহ ক্রিকেটারাও সমস্ত অ্যাকাউন্ট থেকে ‘বিশেষ’ হওয়ার তকমা হারালেন। গত বছর টুইটারের মালিকানা গ্রহণের পরই ইলন মাস্ক (Elon Musk) জানিয়েছিলেন, এবার থেকে টুইটারে আক্যাউন্ট ভেরিফিকেশনের জন্য মাসিক একটি ফি দিতে হবে। যদি কোনও টুইটার ব্যবহারকারী সেই সাবস্ক্রিপশন ফি (Subscription Fee) না দেন, তবে তার অ্যাকাউন্ট থেকে ভেরিফিকেশন ব্লু টিক তুলে নেওয়া হবে।

টাকা না দিলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে না এই প্রক্রিয়াই শুক্রবার থেকে শুরু করল টুইটার। এর আগে টুইটারে প্রায় তিন লক্ষ ব্যবহারকারীর নামের পাশে ব্লু টিক বসত। যাঁর মধ্যে ছিলেন অভিনেতা-অভিনেত্রী, ক্রীড়াবিদ, রাজনীতিবিদ থেকে সাংবাদিক। এর মধ্যে অর্ধেকেরও বেশি মানুষের নামের পাশ থেকে নীল চিহ্ন সরানো হয়েছে। এই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আলিয়া ভাট, বিরাট, ওপরা উইনফ্রে, জাস্টিন বিবার, কেটি পেরি এবং কিম কার্দাশিয়ান, কোহলি , রোহিত শর্মার এবং যোগী আদিত্যনাথ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীও মতো ব্যক্তিক্তরাও। টুইটার এতদিন জনপ্রিয়তা এবং সমাজের প্রতি অবদানের স্বীকৃতি স্বরূপ এদের হ্যান্ডেলগুলিকে ব্লু টিক  দিয়ে রেখেছিল। কিন্তু শুক্রবার থেকে সেই লিগ্যাসি ভেরিফায়েড ‘ব্লু টিক’ পদ্ধতি বাতিল করে দিয়েছে মাইক্র ব্লগিং সংস্থাটি। যার ফলে এরা সকলে ‘ব্লু টিক’ হারিয়েছেন।

আরও পড়ুন:Talk on Facts | রাতে ঘুম হচ্ছে না, ত্যাগ করুন এই এই খাবার 

টুইটারের তরফে জানানো হয়েছে, অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য টুইটার ব্লু-র সাবস্ক্রিপশন নিতে হবে। মোবাইল ও ওয়েবের মাধ্যমে মাইক্রো ব্লগিং সাইট ব্যবহারের জন্য আলাদা আলাদা ফি দিতে হবে। ওয়েবসাইটে মাধ্যমে যারা টুইটার ব্যবহার করেন তাদের তাঁদের মাসিক ৬৫০ টাকা চার্জ দিতে হবে। যারা মোবাইলে টুইটার ব্যবহার করবেন, তাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য মাসিক ১১ ডলার ফি দিতে হবে। আইওএস ও অ্যান্ড্রয়েড- দুই ভার্সনেই টুইটার ব্লু-র পরিষেবা পাওয়া যাবে। ভারতীয় মুদ্রায় এর খরচ পড়বে মাসিক প্রায় সাড়ে ৯০০ টাকা। ব্যবহারকারীরা একটি বার্ষিক সাবস্ক্রিপশন নিলে এর চার্জ তুলনামূলকভাবে সস্তা হবে।

 লস প্রোফাইল যাচাই করার জন্য টুইটারও নিয়ম বেঁধে দিয়েছে। টুইটার বলেছে, সাবস্ক্রাইব করার জন্য গত ৩০ দিনে একটি অ্যাকাউন্ট চালু থাকতে হবে। অ্যাকাউন্টে বিভ্রান্তিকর বা প্রতারণামূলক কোনও কিছু থাকলে সাবস্ক্রিপশন বাতিল করা হবে। শুধুমাত্র একটি যাচাই করা মোবাইল নম্বর সহ ব্যবহারকারীরা অ্যাকাউন্টে নীল টিক পাবেন।

RELATED ARTICLES

Most Popular