skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeদেশBudget 2022: এ বছরই ৫জি পরিষেবা চালু, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Budget 2022: এ বছরই ৫জি পরিষেবা চালু, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Follow Us :

নয়াদিল্লি: এই বছরই ৫জি পরিষেবা শুরু হতে চলেছে। টেলিকম পরিষেবাকে আরও গতিশীল করতে বাজেট ২০২২-এ এটা বোধ হয় নির্মলা দাওয়াই। টেলিকম পরিষেবা অতিমারি উত্তর পর্বে অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্প্রেকটাম নিলামকে কেন্দ্র করে গত ইউপিএ সরকারকে একাধিক সময় বিতর্কে পড়তে হয়েছে। অতিমারি পরবর্তী পর্বে অর্থনীতির চাকা ঘোরাতে সেই টেলিকমকেই হাতিয়ার করল সরকার।

আগামী লোকসভা ভোটকে সামনে রেখে ২০২৫ সালের মধ্যে গ্রামের প্রত্যন্ত এলাকায় অপটিকাল ফাইবার বসানোর চিন্তাভাবনা কেন্দ্রের। ডিজিটাল পদ্ধতিকে আরও গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একদিকে যেমন ডিজিটাল রূপির কথা বলেছেন, অন্যদিকে গ্রাম বাংলায় ব্রডব্যান্ড পরিষেব্রার কথা বলেছেন।

গ্রাম মানেই কৃষক। এই কৃষক ভোট ব্যাঙ্ক গত ৮ বছরে অনেকটাই হারিয়েছে মোদি সরকার। সেই গ্রামের প্রত্যন্ত এলাকায় ৫জি পরিষেবা চালু করে কৃষকদের ডিজিটালি উন্নত করার বার্তা দিয়েছেন নির্মলা। কৃষকদের নানা নথি ডিজিটালি নথিভুক্ত করার কথা বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বোঝানোর চেষ্টা করেছেন কৃষকরা এই সরকারের বন্ধু।

৫জি পরিষেবা চালু মানেই আম্বানি গোষ্ঠীদের হাত শক্ত করা। এমন অভিযোগ আগেও শোনা গিয়েছে বারবার। এদিন নির্মলার ঘোষণার পর বিরোধীরা কোন পথে হাঁটে সেটাই দেখার!

আরও পড়ুনCryptocurrency: ক্রিপ্টোকারেন্সির লেনদেনে বসল কর! জানেন এই বাজেট ২০২২ ক্রিপ্টো ট্যাক্স কী

RELATED ARTICLES

Most Popular