skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeদেশBudget 2022: স্বাধীনতার ৭৫ বছরে দেশে ৭৫টি ডিজিটাল ব্যাঙ্ক, ঘোষণা নির্মলার

Budget 2022: স্বাধীনতার ৭৫ বছরে দেশে ৭৫টি ডিজিটাল ব্যাঙ্ক, ঘোষণা নির্মলার

Follow Us :

নয়াদিল্লি: ২০২২-২৩ বর্ষের কেন্দ্রীয় বাজেটে ব্যাঙ্কিং পরিষেবার উপর বিশেষ জোর দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্ক হবে। ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটগুলিতে সাধারণ ব্যাঙ্কের মতোই যাবতীয় সুবিধা মিলবে।

এবার পোস্ট অফিসেও চালু হচ্ছে কোর ব্যাঙ্কিং। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায়, ২০২২-এ প্রতিটি পোস্ট অফিস কোর ব্যাঙ্কিং করতে পারবে। দেড় লক্ষ পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিং ব্যবস্থার অধীনে আনা হবে। এই পোস্ট অফিসগুলি থেলে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা দেবে। মিলবে মোবাইল, ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএমের সুবিধা।

আগামী ২৫ বছর যাতে দেশ আত্মনির্ভরতার পথে আরও দ্রুত এগিয়ে যায় তার নীল নকশা এঁকেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ তাঁর কথায়, আজকের বাজেট আগামী ২৫ বছরের ব্লু প্রিন্ট৷ দেশে বিপুল কর্মসংস্থান তৈরি হচ্ছে৷ রেলপথে সম্প্রসারণ, সড়ক পরিবহণে উন্নয়ন, পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি বিনিয়োগ হবে।

আরও পড়ুনBudget 2022: আবাস যোজনায় তৈরি হবে ৮০ লাখ বাড়ি, নির্মলার ঘোষণায় চাঙ্গা আবাসন শিল্প

রেলে অবশ্য পিপিপি মডেলেই জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার রেলে সরকারি-বেসরকারি (পিপিপি-পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রেই সওয়াল করলেন অর্থমন্ত্রী। রেলে যাত্রী পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি স্বাচ্ছন্দ্য বৃদ্ধি কেন্দ্রীয় সরকারের কাছে চ্যালেঞ্জ।

কিছু দূরপাল্লার ট্রেনকে বেসরকারি হাতে তুলে দেওয়া নিয়ে বিরোধীদের নিশানায় পড়তে হয়েছিল কেন্দ্রকে। সেসব দূরে সরিয়ে আগামী দিয়ে পিপিপি মডেলেই যে রেল চলবে, তা স্পষ্ট করে দিয়েছেন নির্মলা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী রেল পরিষেবার উন্নয়নের কথা বলেছেন, যাতে বেশি সংখ্যক মানুষকে রেলমুখী করে তোলা যায়।

RELATED ARTICLES

Most Popular