skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent NewsBudget 2022: করদাতাদের হতাশ করে ব্যক্তিগত আয়কর ছাড় দিলেন না নির্মলা

Budget 2022: করদাতাদের হতাশ করে ব্যক্তিগত আয়কর ছাড় দিলেন না নির্মলা

Follow Us :

নয়াদিল্লি: করদাতাদের হতাশ করে ব্যক্তিগত কর কাঠামো একই রাখল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, আয়কর কাঠামোয় কোনও বদল নেই। একই থাকছে ব্যক্তিগত কর কাঠামো। তবে বিশেষভাবে সক্ষমদের জন্য করছাড়ের পরিমাণ বাড়ানো হচ্ছে। পেনশনভোগীদেরও আয়করে ছাড় দেওয়া হচ্ছে। ডিজিটাল সম্পত্তির লেনদেনে ৩০ শতাংশ আয়কর। জাতীয় পেনশন প্রকল্পে করছাড় বেড়ে হল ১৪ শতাংশ।

প্রত্যক্ষ কর ব্যবস্থার সংস্কার করা হবে বলে জানান নির্মলা। তিনি বলেন, ভুল শোধরানোর জন্য করদাতাদের বাড়তি সময় দেওয়া হচ্ছে। ২০২২-২৩ সাল থেকে করদাতারা সংশ্লিষ্ট অ্যাসেসমেন্ট ইয়ারের দু’বছরের মধ্যে (বছর শেষের ২ বছরের মধ্যে) সংশোধিত রিটার্ন ফাইল করতে পারবেন। তার ফলে করদাতাদের ঝামেলা অনেকটাই কমবে। মামলার ঝঞ্জাটও কমবে। এর ফলে অনেক মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন নির্মলা।

ব্যক্তিগত আয়কর মকুবের সর্বোচ্চসীমা ২০১৪ সালে শেষ বার পরিবর্তন করা হয়েছিল। মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ব্যক্তিগত আয়কর মকুবের সর্বোচ্চসীমা দু’লক্ষ টাকা থেকে ২.৫ লক্ষ টাকা করা হয়। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৩ লক্ষ টাকা করা হয়। অনেকেই মনে করেছিলেন, এবার  ব্যক্তিগত করবিহীন আয়ের সর্বোচ্চসীমা ২.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩ লক্ষ টাকা করা হতে পারে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সেই সীমা বেড়ে হতে পারে ৩.৫ লক্ষ টাকা।

RELATED ARTICLES

Most Popular