skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent NewsPrivatisation: আরও দু’টি ব্যাঙ্ক বেসরকারিকরণে শীতকালীন অধিবেশনে বিল আনছে কেন্দ্র

Privatisation: আরও দু’টি ব্যাঙ্ক বেসরকারিকরণে শীতকালীন অধিবেশনে বিল আনছে কেন্দ্র

Follow Us :

নয়াদিল্লি: আইডিবিআই ছাড়া আরও দুটি সরকারি ব্যাঙ্ক বেসরকারিকরণে (Privatisation)  উদ্যোগী কেন্দ্র৷ আগামী ২৯ নভেম্বর সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session of Parliament) শুরু হচ্ছে৷ সেই অধিবেশনেই সরকার ব্যাঙ্কিং আইন (সংশোধন) বিল ২০২১ ( Banking Laws Amendment) Bill 2021) আলোচনার জন্য তুলবে৷ সূত্রের দাবি, চলতি অর্থবর্ষে ১৭৫ লাখ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাঙ্ক বেসরকারিকরণের উদ্যোগী হয়েছে কেন্দ্র৷

ব্যাঙ্ক বেসরকারিকরণ করতে ১৯৭০ ও ১৯৮০ ব্যাঙ্কিং কোম্পানি (অধিগ্রহণ এবং আন্ডারটেকিংস ট্রান্সফার) আইন সংশোধন করা দরকার৷ একই সঙ্গে ১৯৪৯ সালের ব্যাঙ্ক আইন সংশোধনের প্রয়োজন রয়েছে৷

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২১-২২ সালে কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় সরকারের বিনিয়োগ অভিযানের অংশ হিসাবে দু’টি সরকারি ব্যাঙ্ক বেসরকারিকরণের কথা ঘোষণা করেছিলেন। সূত্রের দাবি, কোন দুটি ব্যাঙ্ক বেসরকারিকরণ হবে তার নাম বিলে উল্লেখ নেই৷ নাম উল্লেখের পরিবর্তে কেন্দ্র সরকার পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির বেসরকারিকরণের জন্য সক্রিয় আইন তৈরি করতে উদ্যোগী। সেই আইনের মাধ্যমে দুই দফায় ব্যাংকগুলোকে জাতীয়করণ করা হবে।

আরও পড়ুন-হাই কোর্টে SSC গ্রুপ-ডি নিয়োগ মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ

কেন্দ্র আইডিবিআই ব্যাঙ্ক ছাড়া অন্য দুটি সরকারি ব্যাঙ্ককে বেসরকারিকরণের প্রস্তাব করেছিল। সরকার ইতিমধ্যে সাধারণ বীমা কোম্পানির বেসরকারিকরণের জন্য ২০২১ সালের অগস্টে শেষ হওয়া বাদল অধিবেশনে সাধারণ বীমা ব্যবসা (জাতীয়করণ) সংশোধনী বিল ২০২১-এর সংসদের অনুমোদন পেয়েছে। 

 

 

 

RELATED ARTICLES

Most Popular