skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeদেশসুলুর বিমানঘাঁটির উদ্দেশে রওনা দিলেন বায়ুসেনা প্রধান, যাচ্ছেন না রাজনাথ  

সুলুর বিমানঘাঁটির উদ্দেশে রওনা দিলেন বায়ুসেনা প্রধান, যাচ্ছেন না রাজনাথ  

Follow Us :

নয়া দিল্লি: চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটির উদ্দেশে রওনা দিলেন ভারতীয় বায়ুসেনা প্রধান। বুধবার সকালে এই সুলুর বিমানঘাঁটি থেকে বায়ুসেনা কপ্টারে উঠেছিলেন জেনারেলসহ সেনাকর্তারা। ছিলেন জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতও। এদিন সন্ধের মধ্যেই বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরীর সুলুরে পৌঁছে যাওয়ার কথা।

কথা ছিল, বায়ুসেনা প্রধানের সঙ্গেই ঘটনাস্থল কুন্নুরে যাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল হয়। তিনি বুধবার কুন্নুরে যাচ্ছেন না। জেনারেল রাওয়াতের বাড়ি গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। ঘটনাস্থলে না গেলেও গোটা পরিস্থিতির দিকে তিনি নজর রাখছেন। এয়ার চিফ মার্শালও তাঁকে রিপোর্ট পাঠাচ্ছেন।

এদিকে, নয়া দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের একটি বৈঠক শুরু হয়েছে। মনে করা হচ্ছে, এই বৈঠকের কারণেই তিনি এদিন কুন্নুর যাওয়া বাতিল করেন। বুধবার সংসদে সেনা চপার দুর্ঘটনা নিয়ে রাজনাথ বিবৃতি না দিলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘটনার বিশদ জানিয়েছেন।

আরও পড়ুন – ২০১৬-এর সার্জিক্যাল স্ট্রাইক ছিল তাঁরই পরিকল্পনা

তামিলনাড়ু সরকার ইতিমধ্যে ঘটনাস্থলে পাঠিয়েছে সরকারের পদস্থ আধিকারিকদের। নীলগিরির কালেক্টরও ঘটনাস্থলে রয়েছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে তদারকি করছেন তামিলনাড়ুর বনমন্ত্রী। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম  কে স্ট্যালিনও কুন্নুর যাচ্ছেন।

বুধবার বেলা পৌনে একটা নাগাদ কুন্নুরের নীলগিরি চা বাগানে ভেঙে পড়ে বিপিন রাওয়াতের কপ্টার। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, চপারের ১৪ জনের মধ্যে ১৩ জনই নিহত হয়েছেন। ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যে দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।   

RELATED ARTICLES

Most Popular