Placeholder canvas

Placeholder canvas
HomeদেশJharkhand: কোটি কোটি টাকা 'তছরুপ', সাসপেন্ড ঝাড়খণ্ডের খনিসচিব

Jharkhand: কোটি কোটি টাকা ‘তছরুপ’, সাসপেন্ড ঝাড়খণ্ডের খনিসচিব

Follow Us :

রাঁচি: ঝাড়খণ্ডের খনি দফতরের সচিব পূজা সিংহলকে সাসপেণ্ড করা হল। কেন্দ্রের মনরেগা প্রকল্পের তহবিল তছরুপের অভিযোগে পূজার বিরুদ্ধে তদন্ত করছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত দু’দিন ধরে জেরার পর বুধবার তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার পূজাকে সাসপেন্ড করে ঝাড়খণ্ড সরকার।

ইডি সূত্রে খবর, ২০০০ ব্যাচের আইএএস ক্যাডার পূজার ১৫০ কোটি টাকার হিসাব বহির্ভূত সম্পত্তির সন্ধান মিলেছে। এর আগে ৬ মে পশ্চিমবঙ্গ, পঞ্জাব, ঝাড়খণ্ড, দিল্লি-সহ দেশের ১৮টি জায়গায় তল্লাশি চালিয়ে পূজা, তাঁর স্বামী এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুমনের বাড়ি থেকে নগদ ১৯ কোটি টাকা উদ্ধার করা হয়।

পূজা এর আগে খুঁটিতে ডেপুটি কমিশনারের দায়িত্বও সামলেছেন। পূর্বতন বিজেপি সরকারের কৃষি সচিব হিসেবেও কর্মরত ছিলেন। বিভিন্ন জেলায় জেলাশাসকের পদে থাকাকালীন পূজা এবং তাঁর স্বামী অভিষেকের অ্যাকাউন্টে বেতন ছাড়াও প্রায় ১ কোটি ৪৩ লক্ষ টাকা জমা পড়ে বলে দাবি ইডির।

আরও পড়ুন: Baharampur Murder: বহরমপুরের প্রেমিকা খুনে অভিযুক্ত সুশান্তর ফের পুলিস হেফাজত

এর আগে ঝাড়খণ্ড সরকারের প্রাক্তন জুনিয়র ইঞ্জিনিয়ার রামবিনোদ প্রসাদ শর্মাকেও দুর্নীতির অভিযোগে ইডি গ্রেফতার করেছিল। তাঁকে জেরা করেই পূজার নাম উঠে আসে। ১০০ দিনের কাজ প্রকল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে পূজার বিরুদ্ধে।

RELATED ARTICLES

Most Popular