Placeholder canvas

Placeholder canvas
HomeScrollইডি যেন ‘জবরদস্তি’ না করে! দিল্লি হাইকোর্টে আবেদন কেজরিওয়ালের
Arvind Kejriwal

ইডি যেন ‘জবরদস্তি’ না করে! দিল্লি হাইকোর্টে আবেদন কেজরিওয়ালের

তাঁরা আশঙ্কা করছেন, সমনে সাড়া দিলে কেজরিওয়ালকে গ্রেফতার করতে পারে তদন্তকারী সংস্থা

Follow Us :

নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টে (Delhi High Court) নতুন করে আবেদন করলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। হাইকোর্টের কাছে তাঁর আবেদন, ইডি (ED) যেন আবগারি নীতি মামলায় তাঁর বিরুদ্ধে ‘জবরদস্তি’ না করে। দিল্লির মুখ্যমন্ত্রীর এও আবেদন, ইডির যেন নিশ্চয়তা দেয় যে জিজ্ঞাসাবাদে সহায়তা করলে তাঁকে যেন গ্রেফতার করা না হয়।

কেজরিওয়ালের এই আবেদনের শুনানি বিচারপতি সুরেশ কুমার কায়েতের (Justice Suresh Kumar Kait) বেঞ্চের সামনে হবে আজ বৃহস্পতিবার। আবেদনে আম আদমি পার্টির (AAP) প্রধান লিখেছেন, “আদালতের সামনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে আশ্বস্ত করতে হবে যে তাদের সমনে সাড়া দিলে তারা যেন কোনও জবরদস্তিমূলক পদক্ষেপ না করে।”

আরও পড়ুন: নির্বাচনী উপহার বিরোধী মামলা শুনতে রাজি সুপ্রিম কোর্ট

কেজরিওয়ালের আবেদন খুব সহজ, ইডির সমনে হাজিরা দিলে তারা গ্রেফতার করবে না তার নিশ্চয়তা দিতে হবে কিংবা আদালতকে নির্দেশ দিতে হবে যে ইডি যেন কোনও জবরদস্তিমূলক পদক্ষেপ না করে।

দিল্লির মুখ্যমন্ত্রীকে পাঠানো ইডির ন’টি সমনকে চ্যালেঞ্জ জানানোর মামলার শুনানি হয়েছিল বুধবার। তাঁর আইনজীবী আদালতকে জানান, তাঁরা আশঙ্কা করছেন, সমনে সাড়া দিলে কেজরিওয়ালকে গ্রেফতার করতে পারে তদন্তকারী সংস্থা। হাইকোর্ট অবশ্য সমনে কোনও স্থগিতাদেশ দেয়নি, বরং ইডি-কে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলেছে। এই মামলার পরবর্তী শুনানি ২২ মার্চ।

বুধবার ইডি-র সমনে স্থগিতাদেশ না দেওয়ায় স্বভাবতই বিপাকে পড়েছেন কেজরিওয়াল। সেই কারণেই তড়িঘড়ি নতুন আবেদন করেছেন যাতে তাঁকে গ্রেফতার করা না হয়। বুধবার আদালত প্রশ্ন করেছিল, কেন সমন বারবার এড়িয়ে যাচ্ছেন কেজরিওয়াল। সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি মারফত আপ নেতা বলেছেন, “আমি কোনও সাধারণ অপরাধী নই। আমি কোথায় পালাব? সমাজে আমার থেকে বেশি শিকড় কারও থাকতে পারে?”

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular